দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিজের ১০ বছরের মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার কুমার শা এলাকায়। ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের কুমার শা এলাকার বাসিন্দা পদ্ম সরকার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বছর দশেকের মেয়ে প্রিয়াশা সরকারের উপর নানাভাবে অত্যাচার করত ওই বধূ। কখনও মেয়েক গরম খুন্তির ছ্যাঁকা কখনও আবার পিন ফুটিয়ে দিত সে। স্কুল থেকে ফেরার পথে মেয়ের কাঁধে স্কুলের ব্যাগ ও হাতে ভরতি বাজারের ব্যাগ ধরিয়ে দিত। বিষয়টি নজরে পড়তেই প্রতিবেশীরা প্রতিবাদ করতে শুরু করেন। কিন্তু কারও কথাতেই কর্ণপাত করেনি পদ্ম। এক পর্যায়ে মেয়েকে নিয়ে ঘর ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ওই বধূ। কিন্তু তখনও মেয়ের উপর অত্যাচার একফোঁটাও কমেনি।
[আরও পড়ুন:‘পা অবশ হয়ে গেল’, আতঙ্ক পিছু ছাড়ছে না বর্ধমান স্টেশন বিপর্যয়ে আহত ব্যক্তির]
জানা গিয়েছে, শনিবার বিকেল থেকে ফের মেয়েকে মারধর শুরু করে মহিলা। মারধরের ফলে অচৈতন্য হয়ে পড়ে ওই কিশোরী। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ওই বালিকার মা পদ্মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কিন্তু কী কারণে নিজের মেয়ের সঙ্গে এমন বিমাতৃসুলভ আচরণ চালিয়েছেন ওই মহিলা? তা এখনও অজানা। তবে মহিলার কীর্তির কথা শুনে হতবাক পুলিশ আধিকারিকরাও।
The post মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, চাঞ্চল্য ক্যানিংয়ে appeared first on Sangbad Pratidin.
