shono
Advertisement

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, বন্ধ ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী৷ The post পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, বন্ধ ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 AM Aug 10, 2019Updated: 08:57 AM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া করছে স্ত্রী, এই সন্দেহে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ শুক্রবার রাতে নরেন্দ্রপুরের মণ্ডলপাড়ায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ৷ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী৷ পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে৷

Advertisement

বছর চারেক আগে বাপি বৈদ্য এবং কৃষ্ণা বৈদ্য নরেন্দ্রপুরের কুসুমবার মণ্ডল পাড়ায় ভাড়া আসেন৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷ তবে কয়েকবছর আগেই তাঁর বিয়ে হয়ে গিয়েছে৷ শুক্রবার সন্ধেয় মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল কৃষ্ণার৷ তবে রাত হয়ে গেলেও মেয়ের বাড়িতে যাননি৷ কেন আসছেন না মা, তা জানতে বারবার ফোন করেন কৃষ্ণার মেয়ে৷ কিন্তু কেউই ফোন ধরছিল না৷ স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা করতে থাকেন ওই তরুণী৷ গভীর রাতে নরেন্দ্রপুরের ভাড়া বাড়িতে আসেন কৃষ্ণার মেয়ে৷ তিনি দেখেন ঘরে ঢোকার দরজা বন্ধ৷ তবে একটি জানলা খোলা রয়েছে৷ ওই জানলা দিয়ে ঘরের ভিতর উঁকি মারেন তরুণী৷ বিছানার দিকে নজর যেতেই অবাক হয়ে যান তিনি৷ দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর মা৷ মহিলার দেহ বালাপোশে মোড়া৷

[আরও পড়ুন: ৬ মাস ধরে ভাইঝিকে ধর্ষণ, জেঠুর অত্যাচারে অন্তঃসত্ত্বা কিশোরী]

মাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি৷ কান্নাকাটির আওয়াজে ততক্ষণে প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হয়ে গিয়েছেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তাঁরাই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ এত কিছু ঘটলেও খোঁজ পাওয়া যাচ্ছে না মহিলার স্বামীর৷ প্রতিবেশীরা জানান, মহিলার বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে বলেই সন্দেহ করতেন স্বামী৷ তার জেরেই ভাড়াবাড়িতে আসা থেকেই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত৷ এই অশান্তির জেরেই হয়তো বাপি তার স্ত্রী কৃষ্ণাকে খুন করেছে বলেই অভিযোগ তাঁদের৷ যদিও নিহত মহিলার মেয়ে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না৷ তবে মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না বলেই দাবি করেছেন তিনি৷

[আরও পড়ুন: টিকল না প্রেমের সম্পর্ক, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক]

ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যাওয়াও পুলিশ স্বামীকেই সন্দেহ করছে৷ তবে কী কারণে খুন করা হল কৃষ্ণাকে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বাপি বৈদ্যকে গ্রেপ্তারির আগে গোটা ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কার্যত অসম্ভব বলেই দাবি তদন্তকারীদের৷

The post পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, বন্ধ ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement