বাবুল হক, মালদহ: পরপর তিনকন্যা সন্তান হওয়ার শাস্তি! বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার পাঁচপাড়া কলোনি এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম ছবিনা খাতুন। বয়স ২৫ বছর। সাত বছর আগে মালদা জেলার রথুয়া থানার আলিপাড়া বাসিন্দা রফিকুল আলমের মেয়ে ছবিনা খাতুনের বিয়ে হয় পাঁচপাড়া কলোনির আবদুল হান্নানের সঙ্গে। দম্পতির প্রথম সন্তান কন্যা। মেয়ে হওয়ার পর থেকেই গৃহবধুর উপর অত্যাচার শুরু করে স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা। পরপর আরও দুই কন্যা সন্তান হলে গৃহবধুর উপর অত্যাচার আরও বেড়ে যায়।
[আরও পড়ুন: পঞ্চায়েতে রাম-বাম বোর্ড! দুই জেলায় সিপিএমের সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি]
অভিযোগ, বৃহস্পতিবার রাতে অশান্তি চরমে ওঠে। গৃহবধূকে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। এরপর বধূকে মালদহ মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ফেলে দিয়ে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। রাতে খবর পায় মৃত গৃহবধূর বাবা ও তার পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ছুটে যায় মেডিক্যাল কলেজে। আজ মৃতদেহটি ময়নাতদন্ত করা হবে। এবিষয়ে মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক।
