shono
Advertisement

বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা প্রেমিককে দান! চাপে পড়ে অর্থ ফেরতের দাবিতে ধরনায় গৃহবধূ

টাকা ফেরত চেয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামী।
Posted: 10:42 AM Aug 28, 2023Updated: 10:42 AM Aug 28, 2023

সাবিরুজ্জামান, লালবাগ: স্বামীর উপার্জনের টাকা প্রেমিককে দিয়ে বিপাকে বধূ। টাকা ফেরত পেতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় মহিলা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানার তারগ্রাম এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম থানার তারগ্রাম এলাকার বাসিন্দা রেজাউল খান। পেটের তাগিদে শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। রেজাউল প্রতি মাসে তিনি সেই  টাকা স্ত্রীকে পাঠিয়ে দিতেন। স্বামী বিদেশ যাওয়ার কিছুদিন পরই ওই গৃহবধূ প্রতিবেশী চাঁদ শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, স্বামীর উপার্জনের টাকা দফায় দফায় চাঁদকে দিয়েও দেন। বছর দুয়েক পর রেজাউল বাড়ি ফিরে তাঁর পাঠানো টাকার হিসেব চান। সাকিলা চার লক্ষের কিছু বেশি টাকার হিসেব দিতে পারেননি বলে অভিযোগ। পরবর্তীতে স্বামী চাপ দিতেই সাকিলা স্বীকার করেন যে টাকা তিনি চাঁদকে দিয়েছেন।

[আরও পড়ুন: বিস্ফোরণকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার, ধৃত দত্তপুকুরের বাজি ব্যবসায়ী শফিক আলম]

এরপরেই রেজাউল তিনকন্যা সন্তানের মা সাকিলাকে বাড়ি থেকে বার করে দেন। আপাতত ওই গৃহবধূর ঠিকানা মায়ের বাড়ি খড়গ্রাম থানার মাড়গ্রাম। এই ব্যাপারে রেজাউলের স্পষ্ট বক্তব্য, ” সব কিছু হজম করলাম, কিন্তু  বহু কষ্টার্জিত ওই টাকা  ফিরে না পেলে আমি ওকে বাড়িতে ফিরিয়ে আনব না। এতে আমার কপালে যা ঘটার ঘটুক।” স্বামী-সন্তানকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন ওই গৃহবধূ। তাই পাওনা টাকা ফিরে পেতে সে চাঁদের বাড়ির সামনে ধরনায় বসেছেন। চাঁদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা স্পষ্টভাবে  স্বীকার করে সাকিলা বলেন, ” সম্পর্কের জেরে ওকে আমি বিশ্বাস করে দফায় দফায় চার লক্ষ টাকা দিয়েছিলাম। আমাকে জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে চাঁদ। টাকা ফেরৎ না পাওয়া পর্যন্ত আমি ওর বাড়ির সামনে থেকে নড়ছি না।”

[আরও পড়ুন: টুরগা প্রকল্প বাতিলের দাবিতে বাইক মিছিল পুরুলিয়ায়, ডিএফওকে ঘেরাও গ্রামবাসীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement