অরিজিৎ গুপ্ত, হাওড়া: মদের আসরে বচসার জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা এলাকায়। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে জগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, প্রতিবেশী তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করেই মদের আসরে বচসায় জড়িয়েছিল ওই দুই যুবক।
জানা গিয়েছে, রবিবার রাতে জগাছা জিআইপি কলোনির এক মাচায় বসে মদ্যপান করছিলেন শুভজিৎ ও চন্দন বেরা নামে দুই যুবক। আচমকায় তাঁদের মধ্যে বচসায় শুরু হয়। অভিযোগ, সেই সময় চন্দনকে নৃশংসভাবে খুন করে শুভজিৎ। খুনের পর মৃতের দুটি পা চিরে দেয় অভিযুক্ত। এরপর রক্তাক্ত অবস্থায় চন্দনকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চন্দনকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে জগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
[আরও পড়ুন: টাকা নিয়ে PUBG প্রতিযোগিতার আসর, পুলিশি অভিযানে বন্ধ অনলাইনে যুদ্ধের খেলা]
মৃত যুবকের মা উর্মিলা বেরার কথায়, অন্যান্য দিনের মতোই রবিবার সকালে কাজে বেড়িয়েছিল চন্দন। দুপুরে বাড়িতে খেতে আসে। এরপর তাঁকে একাধিকবার ফোন করে ডেকে নিয়ে যায় শুভজিৎ। স্থানীয় সূত্রে খবর, চন্দনের প্রতিবেশী এক তরুণীকে দীর্ঘদিন ধরে ফোন করে বিরক্ত করত শুভজিৎ। একাধিকবার তাকে বারণ করেছিল চন্দন। কিন্তু তা শোনেনি শুভজিৎ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই বিষয়ে কথা কাটাকাটির কারণেই খুন করা হয়েছে ওই যুবককে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত শাস্তি পাবে।
The post তরুণীকে হেনস্তার প্রতিবাদ, মদের আসরে বন্ধুর হাতে খুন যুবক appeared first on Sangbad Pratidin.
