shono
Advertisement

‘অশান্তিতে জড়াবেন না’, পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ঝামেলা নিয়ে কড়া বার্তা অভিষেকের

একইসঙ্গে বার্তা দিলেন প্রশাসনের উদ্দেশেও।
Posted: 05:46 PM Jun 10, 2023Updated: 05:49 PM Jun 10, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন প্রক্রিয়ায় শুরু হতেই অশান্তির আঁচ জেলায়-জেলায়। অভিযোগের আঙুল উঠছে রাজ্যের শাসকদলের দিকে। এমন পরিস্থিতিতে দলীয় কর্মীদের ফের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে বার্তা দিলেন প্রশাসনের উদ্দেশেও।

Advertisement

শনিবার নদিয়ার নবজোয়ার কর্মসূচি শেষ করে উত্তর ২৪ পরগনায় ঢুকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তার আগে কল্যাণী থেকে কড়া বার্তা দিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, “দলের তরফ থেকে নির্দেশ, কেউ এই ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।” জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “প্রশাসনকেও বলা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। মনোনয়ন জমা করতে না পারলে তৃণমূলকে জানান। দলের তরফে মনোনয়ন জমা করার ব্যবস্থা করা হবে।”

[আরও পড়ুন: একতরফা প্রেম, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে ‘খুন’ ব্যক্তির]

শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব (Nomination) শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। এত কম সময়ের মধ্যে মনোনয়ন পেশ সমস্যাজনক বলে বিরোধীরা সুর চড়িয়েছিলেন। কলকাতা হাই কোর্টে (Calcutta HC) সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে মামলা করে কংগ্রেস, বিজেপি। আদালতেরও পরামর্শ, যদি এই সময়সীমা বাড়ানো যায়, তা ভেবে দেখুক কমিশন। যদিও কমিশন সাফ জানিয়ে দেয়, মনোনয়নের সময়সীমায় কোনও বদল হচ্ছে না।

এছাড়া বিভিন্ন জায়গায় হামলা চলছে নানা রাজনৈতিক দলের কর্মী, প্রার্থীদের উপর। এসব নিয়ে নালিশ জানাতে শনিবার দুপুর নাগাদ রাজভবনে গিয়েছিল বিজেপি (BJP)রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদল। এরপর রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করে রাজভবন। সেখানে তাঁকে কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। এরপর জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন। এর মধ্যেই দলীয় কর্মীদেরও সংযত থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাক। 

[আরও পড়ুন: ‘মাথা কেটে ফুটবল খেলব’, পঞ্চায়েত ভোটের আবহে কাকদ্বীপে বিজেপি প্রার্থীকে হুমকি ঘিরে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement