shono
Advertisement
Abhishek Banerjee

এড়িয়ে গিয়েছিলেন সুকান্ত, মহারাষ্ট্রের জেল থেকে ফেরা সেই পরিযায়ীর বাড়িতে অভিষেক

দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তাঁরা।
Published By: Sayani SenPosted: 04:00 PM Jan 07, 2026Updated: 05:28 PM Jan 07, 2026

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কথা দিয়েছিলেন বাড়ি গিয়ে দেখা করে আসব। মাত্র কয়েকদিনের মধ্যেই কথা রাখলেন অভিষেক (Abhishek Banerjee)। মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার প্রায় কুড়ি মিনিট দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা হয় তাঁর। দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তাঁরা। সেসব ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনে কার্যত শিউরে ওঠেন অভিষেক। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, "কারও চোখের জল বিফলে যাবে না।"

Advertisement

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অসিত সরকার এবং গৌতম বর্মন প্রায় এক বছর পর বাড়ি ফিরেছেন। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রে জেলবন্দি করে হেনস্তা করা হয়। তাঁদের দাবি, জেলবন্দি হওয়ার খবর পাওয়ামাত্রই স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। সুকান্ত মজুমদারের কাছে যান গৌতম বর্মনের স্ত্রী। কারণ, একসময় বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন গৌতম। তারপরেও বিজেপি নেতৃত্বের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি তিনি। পরিবর্তে জেলের মেয়াদ শেষ হলে তিনি সময়মতো ছাড়া পাবেন বলেই সাফ জানিয়ে দেন স্থানীয় সাংসদ সুকান্ত।

অভিযোগ, অসহায় মানুষদের কাছ থেকে জেল থেকে মুক্তির বিনিময়ে দেড় লক্ষ টাকাও চাওয়া হয়। শেষমেশ তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় বাড়ি ফেরেন দু'জনে। অভিষেক বলেন, "কীভাবে তাদের হেনস্তা করা হয়েছে। তা আপনারা জানেন। কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে চেষ্টা করেছিলাম। আমাদের সঙ্গে যোগাযোগ হয় সাড়ে ৩-৪ মাস পর। তারপরেও কয়েক মাস কেটে যায়। ডিসেম্বরের শেষে দেখা হয়। বলেছিলাম ফিরে যান। বাড়ি গিয়ে দেখা করে আসব।"

তিনি আরও বলেন, "পার্টি, পলিটিক্স পরে হবে। আমাদের তো একটা দায়িত্ব আছে। রাজনীতি করতে গিয়ে ১০ কোটি মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। কার স্বার্থসিদ্ধি হচ্ছে আমি জানি না। মানুষের চোখের জল বিফলে যাবে না। একদিন না একদিন অভিশাপ লাগবেই।" বাড়ি ফিরে কী খেয়েছেন, সমস্ত জিনিসপত্র নিয়ে মুম্বই থেকে ফিরেছেন কিনা - একেবারে আপনজনের মতো খোঁজখবর নেন অভিষেক। দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাশে পেয়ে আবেগতাড়িত দুই পরিযায়ী শ্রমিকের পরিবার। আগামী দিনে আরও একদিন চা খেয়ে যাবেন বলেই তাঁদের কথা দেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর আশ্বাস, "আমরা যোগাযোগে থাকব। চিন্তা করবেন না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রে জেলবন্দি পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বুধবার প্রায় কুড়ি মিনিট দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা হয় তাঁর।
  • দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তাঁরা।
Advertisement