shono
Advertisement
Murshidabad

হাসপাতালের বাগানে উদ্ধার মহিলের মৃতদেহ, পাশে জখম সন্তান! চাঞ্চল্য মুর্শিদাবাদে

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 12:40 PM Jan 08, 2026Updated: 01:19 PM Jan 08, 2026

সাহজাদ হোসেন, ফারাক্কা: সামশেরগঞ্জের এক বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশেই জখম অবস্থায় উদ্ধার এক শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Advertisement

জানা গিয়েছে, সামশেরগঞ্জের তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে উদ্ধার হয়েছে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহের পাশেই জখম অবস্থায় পাওয়া গিয়েছে তিন বছরের পুত্র সন্তানকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতাল এলাকায়।

ঘটনাটি স্থানীয় বাসিন্দা নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এখনও পর্যন্ত মৃত ওই মহিলার পরিচয় পাওওা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, তারাপুর হাসপাতালে পেছনের বাগানে রক্তাক্ত অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই জখম অবস্থায় পড়েছিল এক তিন বছরের পুত্র সন্তান। বিষয়টি সকালে নজরে আসতেই কার্যত ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মৃতদেহের পাস থেকে শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই মহিলার মৃতদেহ এবং আতঙ্কিত শিশু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।
  • মৃতদেহের পাশেই জখম অবস্থায় উদ্ধার এক শিশু।
  • ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
Advertisement