দীপঙ্কর মণ্ডল: স্ত্রী’কে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে বিরোধীরা। স্ত্রী রুজিরা নারুলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যাবতীয় ‘রটনা’কে গুজব বলে উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের অভিযোগ, শুধুমাত্র তাঁর স্ত্রী বলেই হেনস্তা করা হয়েছে রুজিরাকে।
[আরও পড়ুন: অনশন মঞ্চ ওঠাতে হুমকি পুলিশের! অভিযোগে সরব এসএসসি চাকরি প্রার্থীরা]
কদিন ধরেই সোশ্যাল মিডিয়া তথা বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, কলকাতা বিমানবন্দরে ২ কেজি সোনা-সহ ধরা পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এমনকী, শুল্ক দপ্তরের হাত থেকে বাঁচাতে কলকাতা পুলিশ তাঁকে বিমানবন্দর থেকেই উদ্ধার করে নিয়ে গিয়েছে বলেও খবর ছড়ায়। এদিন তৃণমূল যুব সভাপতি জানিয়ে দেন, সবটাই ভুয়ো। রাজনৈতিক ফায়দা তোলার জন্য ছড়ানো হয়েছে। তিনি চ্যালেঞ্জ করেন, “যদি ২ গ্রাম সোনার উপস্থিতির প্রমাণও কেউ দিতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব।” তৃণমূল সাংসদ এদিন কিছু, সর্বভারতীয় সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “কেউ লিখছে আমার স্ত্রীকে শুল্ক দপ্তর গ্রেপ্তার করেছে। কেউ লিখেছে আটক করেছে। কেউ লিখেছে, দশ হাজার ডলার নিয়ে ধরা পড়েছে, কেউ লিখেছে ১০ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে। সবটাই ভুয়ো। আমার স্ত্রীকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশও কোনওরকম অতিরিক্ত সুবিধা দেয়নি।”
অভিষেকের সাফ দাবি, দিল্লির চাপেই শুল্ক দপ্তর তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। সেই এফআইআরেরও কোনও সারবত্তা নেই বলে দাবি সাংসদের। তাছাড়া কাস্টমসের গোপন চিঠি কীভাবে সংবাদমাধ্যমের কাছে পৌঁছাল তা নিয়েও প্রশ্ন করেন। তিনি বলেন, শুল্ক দপ্তর যে এফআইআর করেছে সেটি গোপন। সেই সিক্রেট চিঠি কীভাবে সংবাদমাধ্যমের দপ্তরে গেল? এফআইআরটাও হয়েছে সিবিআইসির নির্দেশ অনুযায়ী। দিল্লির চাপে এটা করেছে শুল্ক দপ্তর।
[আরও পড়ুন: বিরোধীদের দাবি উড়িয়ে রাজ্যে ৩০% স্পর্শকাতর বুথে সিলমোহর কমিশনের]
অভিষেকের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, “রুজিরাকে শুধু আমার স্ত্রী বলে হেনস্তা করা হয়েছে। বিজেপি-সিপিএমের নেতারা দায়িত্ব নিয়ে ভাইরাল করার চেষ্টা করছে একটি ভুয়ো খবরকে। আমার প্রশ্ন, যদি সোনা-সমেত ধরা পড়ে থাকে, তাহেল কেন বাজেয়াপ্ত করা হয়নি? চৌকিদার জবাব দিন। আপনারা বলছেন, আপনাদের কাজে বাধা দেওয়া হচ্ছে, তাহলে কেন সিআইএসএফের সাহায্য নিলেন না? আপনারা তো এফআইআরে লেখেননি যে, জোর করে সার্চ করতে দেওয়া হয়নি। আজ আমার স্ত্রীকে আক্রমণ করছেন, আগামিকাল আপনি আমার পাঁচ বছরের মেয়েকও আক্রমণ করবেন। আমি অমিত শাহ’র বিরুদ্ধে মামলা করেছিলাম বলেই কী গাত্রদাহ?” সাংবাদিক বৈঠকে বিজেপিকে তোপ দাগার পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুল্ক দপ্তরের বিরুদ্ধে তিনি পালটা অভিযোগও দায়ের করেছেন।
The post সোনা-সহ স্ত্রীর ধরা পড়ার খবর সম্পূর্ণ ভুয়ো, দাবি অভিষেকের appeared first on Sangbad Pratidin.
