সংবাদ প্রতিদিন ব্যুরো: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে ২ মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তা শেষ পর্যায়ে। আগামী ১৬ জুন শেষ হবে নবজোয়ার কর্মসূচি। ওইদিন কাকদ্বীপে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে সমাপ্তি সভা করবেন। তার আগে বুধবার বারুইপুর থেকে জয়নগর (Jaynagar) পৌঁছেই সমাজসেবার কাজে দেখা গেল অভিষেককে। রক্তদান শিবিরে গিয়ে তিনি নিজেই রক্ত দিলেন।
বুধবার বারুইপুরে (Baruipur) কর্মসূচি শেষ করে সন্ধে নাগাদ অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন। একটি রক্তদান শিবিরে (Blood Donation) যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। তাঁর এই ভূমিকায় স্বভাবতই অত্যন্ত খুশি সকলে। এতটা পথ হেঁটে ক্লান্ত হলেও জনতার স্বার্থে অভিষেকের এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয়।
[আরও পড়ুন: মনোনয়নে বাধার অভিযোগ, বসিরহাট থেকে প্রার্থীদের নিয়ে সোজা কমিশনের দপ্তরে সুকান্ত, শুভেন্দু]
শুধু এই রক্তদানই নয়, এর আগে একাধিক সময়ে অভিষেককে দেখা গিয়েছে জনতার পাশে থাকতে। বিভিন্ন জনসভায় যখনই কোনও প্রতিকূল পরিস্থিতি হয়েছে, তখনই ঝাঁপিয়ে পড়েছেন তিনি। কখনও জনসভা বন্ধ রেখে জনতার সুবিধার দিকটি দেখেছেন। কখনও আবার মাঝরাস্তায় গাড়ি থামিয়ে অ্যাম্বুল্যান্সকে রাস্তা করে দিতে দেখা গিয়েছে। এবার তিনি রক্ত দিলেন জনসাধারণের জন্য।
