শংকরকুমার রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ কাণ্ডের পর পেরিয়েছে প্রায় তিনদিন। তবে এখনও অগ্নিগর্ভ এলাকা। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে পাননি জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। এদিকে ছুটিতে ময়নাতদন্তের দায়িত্বে থাকা ২ চিকিৎসক। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এদিকে প্রশাসনের ভূমিকার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করেছে মৃতার পরিবার ও এবিভিপি।
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর কারণ, ধর্ষণ ও খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে টানাপোড়েন জারি। পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছে নাবালিকা। এদিকে মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। NCPCR-এর তরফেও জানানো হয়েছে, চারপাশের বক্তব্য অনুযায়ী তাঁদের ধারণা যৌন নিগ্রহের শিকার হয়েছিল মৃতা। কিন্তু গতকাল চিকিৎসক ও পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট তলব করলেও সোমবার দুপুর পর্যন্ত তা হাতে পাননি বলেই দাবি NCPCR চেয়ারপার্সনের।
[আরও পড়ুন: এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল সাংসদ অপরূপা পোদ্দারের, হাই কোর্টে দায়ের মামলা]
সোমবার NCPCR চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে চিকিৎসক জেলা প্রশাসনের আধিকারিকদের ডাকা হয়েছিল। গতকাল থেকে অপেক্ষা করেছি। চিকিৎসকরা আসেননি। শোনা যাচ্ছে, ২ চিকিৎসক নাকি ছুটিতে। কেন তাদের ছুটিতে পাঠানো হল। এডিএম দেখা করেছেন কিন্তু রিপোর্ট হাতে পাইনি।” ফলত শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও রিপোর্টের অপেক্ষায় প্রিয়াঙ্ক।
এদিকে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের ভূমিকার প্রতিবাদে রাস্তায় নামে মৃতার পরিবার ও এবিভিপি। মিছিল করে কর্ণজোড়ায় এসপি অফিসের সামনে যান বিক্ষুব্ধরা। তাঁদের বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মিছিল। ধস্তাধস্তিতে জড়ায় পুলিশের সঙ্গে। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ।