shono
Advertisement
Howrah Accident

সাতসকালে হাওড়ায় লরিতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির! মৃত ২, কুয়াশার দাপটেই দুর্ঘটনা?

আহত ১ জন।
Published By: Tiyasha SarkarPosted: 10:06 AM Jan 06, 2026Updated: 01:33 PM Jan 06, 2026

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: সাতসকালেই মুম্বই রোডে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। দাঁড়িয়ে ধাক্কা লরিতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। দুমড়ে মুচড়ে গিয়েছে ঘাতক গাড়িটি। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কুয়াশার দাপটেই এই দুর্ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ হাওড়ার (Howrah) বরুণদা এলাকায় মুম্বই রোডে কলকাতামুখী লেনেল ধারে একটি লরি দাঁড়িয়েছিল। সেই সময় গাড়িতে চালক ছিলেন না। তখনই দেউলটির দিক থেকে আসছিল মুরগি বোঝা একটি গাড়ি। আচমকা সেই গাড়িটি লরির পিছনে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় ঘাতক গাড়ির সামনের অংশ। আটকে পড়েন চালক ও তাঁর সঙ্গী। আর একজন খালাসী ধাক্কার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে বাইরে রাস্তার উপরে পড়ে যান।

খবর পেয়ে বাগনান থানার পুলিশ ছুটে যায়। দেখেন, মুরগি বোঝাই গাড়ির কেবিনের মধ্যে আটকে পড়েছেন দু'জন। পুলিশ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁদের। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, মুরগি বোঝাই গাড়িটিতে করে নবাসন এলাকায় থাকা একটি পোল্ট্রি ফার্মের মালিক মুরগি নিয়ে প্রথমে দেউলটি যান। সেখানে দোকানে মুরগি নিয়ে যাচ্ছিলেন জয়পুর। পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছ কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। তবে ঘাতক গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালেই মুম্বই রোডে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে ধাক্কা লরিতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। দুমড়ে মুচড়ে গিয়েছে ঘাতক গাড়িটি।
  • খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কুয়াশার দাপটেই এই দুর্ঘটনা।
Advertisement