shono
Advertisement
Kalyani Expressway

কল্যাণী এক্সপ্রেসওয়েতে স্কুটিতে ধাক্কা চারচাকা গাড়ির! মৃত্যু দিদির, হাসপাতালে জীবনযুদ্ধ বোনের

ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 09:40 PM Feb 23, 2025Updated: 09:40 PM Feb 23, 2025

অর্ণব দাস, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটি নিয়ে রাস্তা পেরনোর সময় চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর বোন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মথুরাপুর এলাকায়। ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম সম্প্রীতি ঘোষ। বয়স ২৩ বছর। বারাকপুর নিরঞ্জন নগর কলোনির বাসিন্দা তিনি। রবিবার বিকেলে স্কুটিতে বোন শ্রুতির সঙ্গে নৈহাটির দিকে যাচ্ছিলেন সম্প্রীতি। মথুরাপুর এলাকায় ঘটে দুর্ঘটনা। রাস্তা পেরনোর সময় পিছনের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি ধাক্কা দেয় সম্প্রীতিদের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন দুজনই। তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুরের বিএন বোস হাসপাতলে। সেখানেই চিকিৎসক সম্প্রীতিকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে শ্রুতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার করা হয়েছে আর জি কর মেডিক্যালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খোঁজ চলছে ঘাতক গাড়ির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটি নিয়ে রাস্তা পেরনোর সময় চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল তরুণীর।
  • আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর বোন।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মথুরাপুর এলাকায়। ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Advertisement