অনুষ্ঠান মঞ্চ থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়া, হেনস্তার অভিযোগে এবার গ্রেপ্তার জ্যোতিষী তনয় শাস্ত্রী। গত রবিবার বনগাঁর এক ক্লাবের অনুষ্ঠানে মিমি দেরি করে পৌঁছনোয় তাঁকে পারফরম্যান্সের মাঝে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বনগাঁ থানায় এক হেনস্তা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নাম ওঠে ক্লাব সদস্য তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। মিমির সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তিনদিন পর গ্রেপ্তার হলেন ওই ব্যক্তি। তবে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয় পুলিশকে। এক্ষেত্রেও অভিযোগ তনয় শাস্ত্রীর অনুগামী-সহ স্থানীয়দের বিরুদ্ধেই। ব্যাপক উত্তেজনার মাঝেই বাড়ি থেকে জ্যোতিষীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত রবিবার। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গত রবিবার বনগাঁর এক ক্লাবের অনুষ্ঠানে মিমি দেরি করে পৌঁছনোয় তাঁকে পারফরম্যান্সের মাঝেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বনগাঁ থানায় এক হেনস্তা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নাম ওঠে ক্লাব সদস্য তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। মিমির সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তিনদিন পর গ্রেপ্তার হলেন ওই ব্যক্তি।
বনগাঁর অনুষ্ঠানে মিমির পারফরম্যান্স। ফাইল ছবি
বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে মিমি জানান, অনুষ্ঠানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পড়েন। মিমির গানের বাধা দিয়ে তাঁকে নামিয়ে দেওয়া হয়। তাতে অপমানিত বোধ করেছেন মিমি। যদিও ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস এই বিষয়ে বলেন, "মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি৷ তিনি একঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া সময় এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান বন্ধ করি। ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওঁকে সসম্মানেই বিদায় দিয়েছি।''
অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। নিজস্ব ছবি
মিমির সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনদিন পর, বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকেই তাঁকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে যথেষ্ট বাধার মুখে পড়ে। তনয় শাস্ত্রীর বাড়ির সামনে মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রীতিমতো ঠেলাঠেলি করে বাড়িতে ঢুকে ওই জ্যোতিষীকে আটক করে বাইরে নিয়ে আসে পুলিশ। আর পুলিশের কাজে এভাবে বাধা দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে বলে বনগাঁ পুলিশ সূত্রে খবর।
