shono
Advertisement
Uluberia

নাম নেই আবাসের তালিকায়, 'রাগে' প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুন! চাঞ্চল্য উলুবেড়িয়ায়

অভিযুক্ত পলাতক। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:06 PM Dec 07, 2024Updated: 02:00 PM Dec 07, 2024

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: নাম নেই আবাস যোজনার নতুন তালিকায়। সন্দেহের বশে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী তথা খুড়তুতো দাদাকে ধারাল অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানা এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত পলাতক। তদন্তে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সমীরণ পণ্ডিত। তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামের বাসিন্দা সমীরণ এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রানুবালা পণ্ডিতের স্বামী। ঘটনার দিন বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে তাঁর উপর হামলা চালায় বিকাশ ও তাঁর দলবল। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁকে রক্তাক্ত অবস্থায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এদিকে এই খুনের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। দোষীদের কঠোর শাস্তির দাবি করেন স্থানীয়রা। থমথমে এলাকা। পুলিশ পিকেট বসানো হয়েছে।

কিন্তু কেন এই খুন? তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি প্রশাসনের তরফে আবাসের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বিকাশের নাম আসেনি। এর পিছনে সমীরণের হাত রয়েছে বলে অনুমান করেন তিনি। অভিযোগ, সেই আক্রোশে বিকাশ ও তাঁর দলবল ধারাল অস্ত্র নিয়ে সমীরণের উপর হামলা চালায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাম নেই আবাস যোজনার নতুন তালিকায়।
  • সন্দেহবশে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী তথা খুড়তুতো দাদাকে ধারাল অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।
  • শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানা এলাকায়। তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযুক্ত পলাতক। তদন্তে পুলিশ।
Advertisement