shono
Advertisement

বাঁকুড়ায় তিন তরুণীর উপর অ্যাসিড হামলা

গত রবিবারের এই ঘটনা ফের একবার যেন আঙুল তুলল মেয়েদের নিরাপত্তার দিকে৷ The post বাঁকুড়ায় তিন তরুণীর উপর অ্যাসিড হামলা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 PM Sep 12, 2016Updated: 02:56 PM Sep 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে ঘটল অ্যাসিড আক্রমণের ঘটনা৷ এইবার তিন তরুণীর উপর একসঙ্গে আক্রমণ করা হল৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর অঞ্চলে৷

Advertisement

জানা গিয়েছে, রবিবার সন্ধেয় ওই তিন তরুণী টিউশন থেকে বাড়ি ফিরছিলেন৷ বাস থেকে নামার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উদ্দেশে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতী৷ জখম অবস্থায় তিন তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়৷

আক্রান্তদের মধ্যে একজন জানিয়েছেন, তিনি কাউকেই সন্দেহ করছেন না৷  কিন্তু তাঁর দাবি এই অপরাধের জন্য চরম শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না হয়৷

থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি৷ এর আগেও বহুবার এধরনের নৃশংস অপরাধের সাক্ষী থেকেছে রাজ্য৷ গত রবিবারের এই ঘটনা ফের একবার যেন আঙুল তুলল মেয়েদের নিরাপত্তার দিকে৷

The post বাঁকুড়ায় তিন তরুণীর উপর অ্যাসিড হামলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement