shono
Advertisement

২২ ঘণ্টা পর উঠল আদিবাসীদের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

যাত্রীদের দুর্ভোগ চরমে৷ The post ২২ ঘণ্টা পর উঠল আদিবাসীদের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 AM Sep 25, 2018Updated: 09:00 AM Sep 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে টানা ২২ ঘন্টা চলল আদিবাসী সংগঠনের রেল অবরোধ৷ সোমবার গভীর রাতে অবরোধ উঠেছে৷ তবে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি রেলের দক্ষিণ-পূর্ব শাখা৷ বাতিল ধৌলি এক্সপ্রেস, জনশতাব্দী, রূপসী বাংলা-সহ একাধিক দূরপাল্লার ট্রেন৷ ঘুরপথে চলছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রস-সহ বেশ কয়েকটি ট্রেন৷ এমনকী, দেরিতে চলছে লোকাল ট্রেনগুলিও৷ ফলে অবরোধ উঠলেও মঙ্গলবারও যাত্রীদের দুর্ভোগ চলবে৷

Advertisement

[‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’, যুব মোর্চার নামে পোস্টারে হলদিয়ায় চাঞ্চল্য]

৯ দাবিতে জঙ্গলমহলের তিন জেলায় ১২ ঘণ্টার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল আদিবাসীদের সংগঠন৷ কিন্তু, সেই অবরোধ চলল ২২ ঘণ্টা! সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া বিভিন্ন স্টেশনে অবরোধ করেন আন্দোলনকারীরা৷ অবরোধ চলে সড়কপথেও৷ ফলে দিনভর নাকাল হতে হয় যাত্রীদের৷ সন্ধের দিকে বাঁকুড়া ও পুরুলিয়ায় অবরোধ উঠলেও, পশ্চিম মেদিনীপুরে অনড় ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা৷ শেষপর্যন্ত সোমবার গভীর রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা৷ কিন্তু, ততক্ষণে রেল পরিষেবার দফারফা হয়ে গিয়েছে! মঙ্গলবারও দিনভর দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের৷

রেল সূত্রে খবর, আদিবাসীদের অবরোধের কারণে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন৷ বহু ট্রেনই আবার ঘুরপথে চলছে৷ সেই তালিকায় রয়েছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেসও৷ শুধু তাই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ট্রেনের নয়া সময়সূচি এখনও পর্যন্ত ঘোষণা করতে পারেনি রেল কর্তৃপক্ষ৷ পরিস্থিতি এতটাই খা্রাপ যে, মঙ্গলবার সকাল থেকে লোকাল ট্রেনও সময়মতো চলছে না৷ ফলে অবরোধ উঠলেও যাত্রীদের ভোগান্তি কমেনি৷

[ লাভের হিসেব বোঝেন না, নেশার টানে মূর্তি গড়েন শিলিগুড়ির নয়নজ্যোতি]

The post ২২ ঘণ্টা পর উঠল আদিবাসীদের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement