shono
Advertisement

দেড় বছর পর মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেল হতদরিদ্র পরিবার

পুলিশকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি দুঃস্থ পরিবারটি৷ The post দেড় বছর পর মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেল হতদরিদ্র পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 PM Sep 15, 2018Updated: 12:00 AM Sep 16, 2018

সোমনাথ পাল, বনগাঁ: বছর দেড়েক আগে দিদির বাড়ি যাওয়ার জন্য ঘর ছেড়েছিল মানসিক ভারসাম্যহীন সুদীপ্ত৷ তারপর কেটে গিয়েছে দেড় বছর৷ চার মেয়ের পিঠে এক মাত্র পুত্র সন্তানের চিন্তায় দু’চোখের পাতা কখনও এক করতে পারেনি পরিবার৷ যতই সে মানসিক ভারসাম্যহীন হোক, তবুও তো নিজের সন্তান বলে কথা৷ চোখে-মুখে একরাশ ভয় আর বেদনা নিয়ে তবুও দাঁতে-দাঁত চেপে দেড়টা বছর লড়াই করেছেন শারীরিকভাবে পিছিয়ে থাকা ভ্যানচালকের পরিবার৷ অবশেষে দেড় বছর পর পুলিশ বাবুদের কাছ থেকে ফোন পেয়ে ছেলে হারানোর যন্ত্রণা লাঘব পরিবারের৷

Advertisement

[জেলায় জেলায় বিশ্বকর্মা: শিল্পীর হাতযশে ডিমের খোসায় ফুটে উঠছেন মনীষীরা]

বনগাঁ মহকুমার পেট্রাপোল থানার সীমান্ত লাগোয়া ছয়ঘড়িয়া গ্রাম৷ ওই গ্রামেরই  মানসিক প্রতিবন্ধী কিশোর সুদীপ্ত৷ জন্ম থেকেই শরীরে বাসা বেঁধেছে প্রতিবন্ধকতা৷ বাবা পেশায় ভ্যানচালক নির্মল কুণ্ডু৷ চার মেয়ে আর আর এক ছেলেকে নিয়ে অভাবের সংসার৷ পরিচারিকার কাজ করে সংসার চালান মা অনিতা কুণ্ডু৷ স্থানীয় ও পরিবারের  আত্মীয়দের কাছ থেকে চেয়েচিন্তে চার মেয়েকে বিয়ে দিয়েছেন৷ কিন্তু, তার মাঝেই  ঘটল অঘটন৷ ২০১৭ সালের ২ জুন সকালে বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে মায়ের  জমানো ভাণ্ডার থেকে ৪০ টাকা হাতিয়ে দিদির বাড়ি শান্তিপুরের রওনা দেয় সুদীপ্ত৷ তারপর থেকে আর খোঁজ মেলেনি ওই কিশোরের৷ কোথায় গেলে পাওয়া যাবে সন্তানকে? ছেলেকে নিয়ে পাড়ার লোকেরা কত কথাই না বলেছে৷ তবুও হাল ছাড়েননি মা অনিতা দেবী৷ স্বপ্ন দেখেছেন ছেলেকে ফিরে পাওয়ার৷ দাঁতে-দাঁত চেপে লড়াই করেছেন প্রতি মূহূর্তে৷ কখনও পুলিশ বাবুদের দরজায়, কখনও আবার হাসপাতালে, খেলার মাঠে, মেলার মাঠ কত খোঁজ চলেছে৷ কিন্তু, ফেরেনি সুদীপ্ত৷ ছেলেকে ফিরে পাওয়ার আশায় ঠাকুরবাড়িতে গিয়ে নীরবে চোখের জল ফেলেছেন মা৷ করেছেন মানত৷

[শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, খুলছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়]

দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা থেকে ফোন পেয়ে আঁতকে উঠেছিলেন৷ তারপর আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি৷ ছুটে গিয়েছিলেন থানায়৷ দীর্ঘ দেড় বছর পর নিজের সন্তানকে চিনতে এতটুকুও ভুল হয়নি, মা অনিতাদেবীর৷ হারানো ছেলে সুদীপ্তকে পেয়ে বুকে জড়িয়ে কেঁদে ছিলেন অনিতাদেবী৷ পুলিশ বাবুদের হাত জোড় করে প্রণামও করেছিলেন৷ শনিবার টিনের চালা আর দরমার বেড়ার ঘরের মাটির বারান্দায় বসে সেদিনের মানসিক লড়াই আর স্বপ্নের কথা বলতে বলতে চোখে জল এল অনিতা দেবীর৷ চোখে মুখে এখনও ভয়৷ পাছে আবার কিছু হয়৷ এখন চিন্তা একটাই, ছেলেটাকে যদি একটু চিকিৎসা করানো যেত৷ অভাবের সংসারে চিকিৎসা করানোর পয়সা নেই৷ সরকার যদি একটু সাহায্য করত, তাহলে আর পাঁচটা ছেলেদের মতো হতে পারত সুদীপ্ত৷

The post দেড় বছর পর মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেল হতদরিদ্র পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement