shono
Advertisement
Dakshin Barasat

লেডিজ কামরা বাড়ল কেন? শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধে পুরুষ যাত্রীরা, ব্যাহত ট্রেন চলাচল

অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
Published By: Tiyasha SarkarPosted: 09:46 AM Apr 16, 2025Updated: 10:46 AM Apr 16, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: লোকাল ট্রেনে লেডিজ কামরা বাড়ানোর প্রতিবাদ। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসতে রেল অবরোধে পুরুষ যাত্রীরা। প্রবল বিক্ষোভের জেরে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

Advertisement

ছবি: বিশ্বজিৎ নস্কর।

সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখার লোকাল ট্রেনে বাড়ানো হয়েছে লেডিজ কামরা। আগে একদম সামনে ও পিছনে একটি করে কামরা বরাদ্দ ছিল মহিলাদের জন্য। বর্তমানে বেড়েছে মহিলা কামরার সংখ্যা। ফলে স্বাভাবিকভাবেই জেনারেল কামরা কমেছে। অফিস টাইমে এমনিতেই বাদুরঝোলা হয়ে ট্রেনে সফর করতে হয়। সেখানে বগির সংখ্যা কমায় প্রবল সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা। এরই প্রতিবাদে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত, ধপধপি ও মথুরাপুরে রেল লাইনে বসে পড়েন পুরুষ যাত্রীরা। তাঁদের দাবি, অবিলম্বে কমাতে হবে মহিলা কামরার সংখ্যা। কারণ, বর্তমানে অধিকাংশ ট্রেনেই অতিরিক্ত কামরাগুলো একেবারে ফাঁকা যায়। এদিকে পুরুষ যাত্রীদের প্রবল কষ্ট করে গন্তব্যে যেতে হয়।

এই অবরোধের জেরে ব্যস্ত সময়ে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এদিকে বাড়তে থাকে ভিড়। চূড়ান্ত হেনস্তার শিকার হন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর রেলের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনও কিছুটা দেরিতে চলছে ট্রেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকাল ট্রেনে লেডিজ কামরা বাড়ানোর প্রতিবাদ।
  • মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসতে রেল অবরোধে পুরুষ যাত্রীরা।
  • প্রবল বিক্ষোভের জেরে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
Advertisement