shono
Advertisement

ফের কবে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? জানাল হাওয়া অফিস

শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।
Posted: 10:32 AM Aug 09, 2023Updated: 10:32 AM Aug 09, 2023

নিরুফা খাতুন: আবারও রাজ্যজুড়ে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গেও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

Advertisement

বুধবার হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফে জানানো হয়, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতায় দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে তাপমাত্রা বিশেষ কম হওয়ার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।

[আরও পড়ুন: ‘মদ্যপ’ রেলচালকের ‘কীর্তি’তে ৪০ মিনিট দাঁড়িয়ে হাওড়া-জয়নগর আপ ট্রেন, ক্ষুব্ধ যাত্রীরা]

এদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজবে মালদহ ও দুই দিনাজপুর। আজ বুধবার এবং আগামী কাল উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সপ্তাহের শেষে ফের উত্তরের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি।

হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি উত্তরে এগিয়ে গোরক্ষপুর এবং কোচবিহারের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। তাই আবহাওয়ার এই বদল।

[আরও পড়ুন: চরমে ডেঙ্গু আতঙ্ক, সব স্কুলে ফুলহাতা জামা-প্যান্ট পরার নির্দেশিকা জারি স্বাস্থ্যবিভাগের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement