shono
Advertisement

স্কুলে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ শিক্ষিকাদের, ভাইরাল ভিডিও

স্কুলের সুনাম নষ্টের চেষ্টা, সাফাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার। The post স্কুলে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ শিক্ষিকাদের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Aug 23, 2018Updated: 09:39 AM Aug 24, 2018

রাজ কুমার, আলিপুরদুয়ার: স্কুলের অনুষ্ঠান শেষ। স্কুল চত্বরে খোলা জায়গায় হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন শিক্ষিকারা। নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের বারবিশায়। শিক্ষিকদের আচরণে নিন্দায় সরব সাধারণ মানুষ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাফাই, ‘স্কুলের সুনাম নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গানের দৃশ্যের ভিডিও বিকৃত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।’ থানায় অভিযোগও দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। 

Advertisement

[ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক]

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে ব্লকের বারবিশা বালিকা বিদ্যালয়। পড়াশোনাই শুধু নয়, খেলাধুলাতেই কম যায় না এই স্কুলের পড়ুয়ারা। জেলায় স্কুলটির বেশ নামডাক। জানা গিয়েছে, গত ১৩ আগস্ট নতুন গেট ও সাইকেল স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বারবিশা বালিকা বিদ্যালয়ে। নির্বিঘ্নেই শেষ হয় অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানে শেষে শিক্ষিকাদের আচরণে বেজায় অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। নিন্দার ঝড় ওঠেছে জেলার শিক্ষামহলে। সমালোচনায় সরব সাধারণ মানুষও।

কী করেছেন শিক্ষিকারা? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণেই খোলা জায়গায় তারস্বরে বাজছে হিন্দি সিনেমার গান। আর পড়ুয়া ও অশিক্ষক কর্মচারীদের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন বারবিশা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারাও। এমন ভিডিও ছড়িয়ে পড়তে শোরগোল পড়েছে আলিপুরদুয়ারে। শিক্ষামহল তো বটেই, স্কুলের শিক্ষিকাদের নাচ নিয়ে সমালোচনায় সরব সাধারণ মানুষও। এই ঘটনার সুর চড়িয়েছে বিরোধীরা।বিজেপির কুমারগ্রাম ৩ নম্বর সাংগঠনিক মণ্ডল সভাপতি বিপ্লব দাসের বক্তব্য, ‘তৃণমূলের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নাচ-গানটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। স্কুলের শিক্ষিকাদের কাছে বিষয়টি হয়তো কিছুই না। তবে গ্রাম বাংলার স্কুলে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।‘ ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বারবিশা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সইদ আনোয়ার মোল্লা। তিনি আবার কুমারগ্রাম পূর্ব মণ্ডলের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শকও বটে। এদিকে আবার শিক্ষিকাদের নাচের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বারবিশা বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা তপতী সরকারের দাবি, স্কুলের সুনাম নষ্ট করতে গানের ভিডিওকে বিকৃত করে সোশ্যাল মিডিয়া ছড়ানো হয়েছে।

[ সম্পর্কে আপত্তি বাড়ির, স্কুল চত্বর থেকে কিশোরীকে অপহরণ প্রাক্তন প্রেমিকের]

The post স্কুলে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ শিক্ষিকাদের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement