বিক্রম রায়, কোচবিহার: দোলের দিন নৃশংস কাণ্ড কোচবিহারে! ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। তাকে ভুলিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। শিশুটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের শাস্তির দাবি পরিবার ও স্থানীয়দের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শিশুটি কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা। শুক্রবার এলাকার সকলের সঙ্গে রং খেলায় মেতেছিলেন শিশুটির পরিবার। স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলছিল ৬ বছরের শিশুকন্যাটিও। অভিযোগ, সেই সময় ওই যুবক তাকে ঘুড়ি দেওয়ার নাম করে নির্জন জায়গায় নিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বাচ্চাটিকে তাড়িয়ে দেয়। তারপর শিশুটির উপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ।
ঘটনার পর কাঁদতে কাঁদতে বাড়ি আসে নির্যাতিতা। শিশুটির মা জানতে চায় কী হয়েছে? জবাবে তাঁকে সব জানায় শিশুটি। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটি সুস্থ রয়েছে। তবে আতঙ্কে ভুগছে সে। এদিকে পুলিশে অভিযোগ জানিয়েছে পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, "ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে উপযুক্ত বিচার হবেই।"