shono
Advertisement
Cooch Behar

বিএলওকে না পসন্দ! রাস্তায় ধারালো অস্ত্রের 'কোপ', কোচবিহারে গ্রেপ্তার ১

আক্রান্ত বিএলওর নাম মনোবর হোসেন। তিনি দিনহাটার গিতালদহের ২৭৮ নম্বর বুথে বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন। লজিক্যাল ডিস্কোপেন্সি-র ফলে তাঁর বুথের প্রায় দুই শতাধিক ভোটারের নামে হিয়ারিং নোটিস এসেছে।
Published By: Subhankar PatraPosted: 09:20 AM Jan 25, 2026Updated: 12:35 PM Jan 25, 2026

বিএলওকে পছন্দ হয়নি! তাতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মাথা ও কানে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বিএলওকে।  তদন্তে নেমে শনিবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায়। ঘটনার সঙ্গে এসআইআরের কোনও যোগ আছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আক্রান্ত বিএলওর নাম মনোবর হোসেন। তিনি দিনহাটার গিতালদহের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন। লজিক্যাল ডিস্কোপেন্সি-র ফলে তাঁর বুথের প্রায় দুই শতাধিক ভোটারের নামে হিয়ারিং নোটিস এসেছে। বাড়ি বাড়ি সেই নোটিসগুলি পৌঁছে দেওয়ার কাজ করছিলেন তিনি। তখনই বিএলওকে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত বিএলও মনোবরের দাবি, বিএলও হিসাবে পছন্দ না হওয়াতেই তাঁকে মারধর করা হয়েছে। থানায় অভিযোগও জানিয়েছেন তিনি।

বাড়ি বাড়ি সেই নোটিসগুলি পৌঁছে দেওয়ার কাজ করছিলেন তিনি। তখনই বিএলওকে মারধরের অভিযোগ উঠেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, "প্রায় ২০০ জনের হিয়ারিং নোটিস এসেছে। অধিকাংশ দেওয়া হয়ে গিয়েছিল। মাত্র পাঁচটা বাকি ছিল। সেগুলি দিতে বেরিয়ে ছিলাম। তখনই দুই দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। বিএলও হিসাবে আমাকে পছন্দ না হওয়াতে আমাকে মারধর করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। বিএলওর কাজ করে যদি প্রাণহানির আশঙ্কা থাকে, তাহলে আমি এই কাজ করব না। জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলব।"

তবে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, "বাইক জোরে চালানোকে কেন্দ্র করে মনোবর হোসেনের সঙ্গে বচসা ও তা থেকে মারধর। অভিযোগ পেয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে নির্বাচনী কাজের কোনও যোগ পাওয়া যায়নি।" তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement