shono
Advertisement
Asansol

তল্লাশির নামে চালক, খালাসিকে মারধর-ছিনতাই! আসানসোলে বিক্ষোভ বাসযাত্রীদের

অভিযোগ, যাত্রীদের কোনও কথা শোনা হয়নি। তাঁদের নামতেও দেওয়া হয়নি বাস থেকে।
Published By: Suhrid DasPosted: 08:12 PM Dec 29, 2024Updated: 08:15 PM Dec 29, 2024

শেখর চন্দ্র, আসানসোল: তল্লাশির নামে যাত্রীবাহী বাসে কার্যত 'হামলা' চালানো ও ছিনতাইয়ের অভিযোগ এমভিআইয়ের বিরুদ্ধে! চালক ও খালাসিকে মারধর করার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, যাত্রী-সহ বাসটিকে ১০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখার মারাত্মক অভিযোগও উঠেছে! ঘটনায় প্রবল হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। রবিবার বিকেলে আসানসোল বাসস্ট্যান্ডে যাত্রীরা এই অভিযোগে বিক্ষোভ দেখান।

Advertisement

রাঁচি-আসানসোলে দূরপাল্লার বাসে যাত্রীদের হয়রান করার অভিযোগ পরিবহণ বিভাগের বিরুদ্ধে। অভিযোগ, বাসের নথিপত্র খতিয়ে দেখার নামে চালক ও খালাসিকে বেধড়ক মারধর করা হয়। মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঘন্টাখানেক বাসটিকে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড় করিয়ে রাখা হয়। যাত্রীদের কোনও কথা শোনা হয়নি। তাঁদের নামতেও দেওয়া হয়নি বাস থেকে। কুলটির রামপুর চেকপোষ্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

নির্দিষ্ট সময়ের অনেক পরে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছয়। বাসের চালক ও যাত্রীরা ক্ষোভ উগড়ে দেন। ঘটনার কথা জানতে পেরে যাত্রীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। সংগঠনের সদস্যরাও বিক্ষোভে সামিল হন। তৃণমূল শ্রমিক নেতাদের অভিযোগ, বাসের কাগজপত্রে গণ্ডগোল থাকলে আটক করে মামলা দেওয়া হয়। চালককে মারধর ও যাত্রীদের আটকে রাখার অধিকারও নেই এমভিআই অফিসারদের। সোমবার জেলা পরিবহণ দপ্তরে এই বিষয়ে অভিযোগ জানানো হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এমভিআই অফিসাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চালক ও খালাসিকে মারধর করার ঘটনা ঘটেছে।
  • ঘটনায় প্রবল হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।
  • আসানসোল বাসস্ট্যান্ডে যাত্রীরা এই অভিযোগে বিক্ষোভ দেখান।
Advertisement