জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত বাগদা থেকে গ্রেপ্তার করা হল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনায় ছিলেন। তাঁদের দেখে সন্দেহ হয়। জেরার পর গ্রেপ্তার করা হয় দুজনকে।
দীর্ঘ কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। পড়শি দেশে একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা সামনে আসছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গা থেকে জঙ্গিরাও ধরা পড়েছে। বেশ কয়েক দিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও পাকড়াও হচ্ছিলেন পুলিশের জালে। বনগাঁ-বাগদার সীমান্ত এলাকাতে পুলিশ আরও কড়া নজরদারি চালাচ্ছে। সেই পেট্রোলিংয়ের সময় ফের ধরা পড়লেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই মহিলার নাম আজমিরা খাতুন ও শিরিনা খাতুন। তাঁদের বাড়ি বাংলাদেশের যশোরের সারসা এলাকায়। গত পাঁচ মাস আগে ওই দুই মহিলা বিনা পাসপোর্ট, ভিসাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। তাঁরা মুম্বই চলে যান। সেখানেই একটি পার্লারে কাজ করছিলেন দুজনে। মুম্বই থেকে বাংলাদেশ ফেরার জন্য তাঁরা বনগাঁ-বাগদা সীমান্তে এসেছিলেন।
বছর শেষের রাতে তাঁরা সীমান্ত পেরিয়ে নিজেদের বাড়ি ফেরার চেষ্টায় ছিলেন। মঙ্গলবার রাতে বাগদা থানার চুয়াটিয়া মাথাভাঙ্গা মোড়ের রাস্তায় দুজনে দেখা যায়। সেই সময় টহলদারি পুলিশের তাঁদের দেখে সন্দেহ হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথায় অসঙ্গতি থাকার কারণে বাগদা থানায় নিয়ে যাওয়া হয় তাঁদের। পুলিশি জেরায় তাঁরা দুজনেই নিজেদের আসল পরিচয় জানান। বুধবার তাঁদের বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।