সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! আর তা নিয়েই বিতর্কের মুখে পড়ে ছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন। তারপর আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান। গত বছর জুন মাসেই ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন ইলিয়ানা। আর এবার ২০২৫-এর শুরুতেই ফের যেন বোমা ফাটালেন। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন এমন এক ছবি, যা দেখে ইলিয়ানাকে ঘিরে নতুন গুঞ্জন। ফের নাকি মা হতে চলেছেন ইলিয়ানা।
ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি ইলিয়ানা একটি ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি কিট হাতে অভিনেত্রী রয়েছেন। তবে ছবি পোস্ট করলেও, নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা। এই ছবি দেখেই বলিপাড়ায় গুঞ্জন। ইলিয়ানা বুঝি ফের মা হতে চলেছেন।
অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের (Andrew Kneebone) সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তাঁর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এর পর শোনা গিয়েছিল, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি।
২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাঁদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।
ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানিয়েছিলেন। অবসাদ এতটাই ছিল যে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। কেমন এক অপরাধ বোধ কাজ করত মনের মধ্যে। এর পর চিকিৎসকের পরামর্শ নেন ইলিয়ানা। তখনই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর বিষণ্ণতার কথা জানতে পারেন। এই সমস্যা সন্তানের জন্মের পর যেকোনও সময়ে হতে পারে। সাধারণ প্রথম বছরের মধ্যেই হয়। তীব্র হতাশা, রাগ, দুঃখ, অস্থিরতা হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে বিপদ বাড়তে পারে। তবে ইলিয়ানা চিকিৎসকের কথা মেনে ওষুধ খেয়েছেন। এখন ভালো আছেন অভিনেত্রী। আর কোয়ার সঙ্গে দিব্যি সময় কাটছে তাঁর।