নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: রোগীর অবস্থা আশঙ্কাজনক। দ্রুত পৌঁছে দিতে হবে হাসপাতালে। বেপরোয়া গতির অ্যাম্বুল্যান্সের ধাক্কায় প্রাণ গেল একজনের। গুরুতর আহত অ্যাম্বুল্যান্সের চালক, রোগী-সহ আরও তিনজন। দুর্ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্ট মহকুমার বেতাইয়ে।
[বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি]
মৃতের নাম সুবোধ বিশ্বাস। বাড়ি, বেতাইয়ের নতুন পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে স্থানীয় হোগলবেড়িয়া গ্রামে নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। গলায় দড়ি দেন তিনি। কিন্তু ঘটনাটি বাড়ির লোকের নজরে পড়ে যাওয়ার কোনওরকমে প্রাণে বেঁচে যান ওই গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় করিমপুর হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ওই গৃহবধূকে পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। অ্যাম্বুল্যান্সে করে ওই গৃহবধূকে নিয়ে কৃষ্ণনগর যাচ্ছিলেন পরিবারের লোকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহট্টের বেতাইয়ে কাছে কৃষ্ণনগর-করিমপুরে রোডে গাড়ির নিয়ন্ত্রণ হারান অ্যাম্বুল্যান্স চালক। আর ঠিক তখন রাস্তা পার হচ্ছিলেন সুবোধ বিশ্বাস নামে এলাকারই এক বাসিন্দা। তাঁকে ধাক্কা মেরে উলটে যায় অ্যাম্বুল্যান্সটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাম্বুল্যান্স চালক, রোগী-সহ আরও তিনজন। চারজনকেই উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। হাসপাতালে সুবোধ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। সাতসকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে নদিয়ার তেহট্ট মহকুমার বেতাইয়ে। এদিকে দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে রাস্তায় সিসিটিভি ক্যামেরায়। তদন্তে নেমেছে পুলিশ।
দেখুন ভিডিও;
The post রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত ১ appeared first on Sangbad Pratidin.
