shono
Advertisement
Kalyani

অশক্ত শরীরে গাছে ওঠাই কাল, আম পাড়তে গিয়ে মৃত্যু সত্তরের বৃদ্ধের

আমবাগানের মালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা।
Published By: Sayani SenPosted: 11:46 AM Jun 13, 2025Updated: 11:51 AM Jun 13, 2025

সুবীর দাস, কল্যাণী: বাগানে কাজ করছিলেন। চোখের সামনে গাছে আম দেখে পাড়ার ইচ্ছা হয়। গাছে চড়েন বৃদ্ধ। আর তাতেই কাল। চোখের নিমেষে গাছ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের। কল্যাণীর বি ১০-এর ঘটনায় জোর শোরগোল। আমবাগানের মালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা। পরিবারের তরফে এখনও কোনও অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়নি। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে কিনা, তা অবশ্য খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

মৃত বীরেন এদবর। বছর সত্তরের ওই বৃদ্ধ কল্যাণী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা। অন্যের বাগান পরিচর্চা করে দিন গুজরান করতেন তিনি। তাই বেশ ভোর ভোরে বাড়ি থেকে কাজে বেরন। অন্যান্য দিনের মতো শুক্রবারও ভোরে বাড়ি থেকে বেরন ওই বৃদ্ধ। বাগান পরিচর্চার ফাঁকে আম গাছে উঠে পড়েন। আর মুহূর্তের মধ্যেই অঘটন। আম পাড়তে গিয়ে নিচে পড়েন।

ওই আম বাগানের মালিক সেই সময় ঘরে ছিলেন। ভারী কোনও বস্তু নিচে পড়ার শব্দ শুনে দৌড়ে আসেন। দেখেন গাছের নিচে পড়ে রয়েছেন ওই বৃদ্ধ। রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তড়িঘড়ি বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়। হাসপাতালে দৌড়ে আসেন বৃদ্ধের মেয়ে ও নাতনি। হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। মৃতের পরিবারের দাবি, এটি দুর্ঘটনা। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্যুমামলা রুজু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অশক্ত শরীরে গাছে ওঠাই কাল।
  • আম পাড়তে গিয়ে মৃত্যু সত্তরের বৃদ্ধের।
  • কল্যাণীর বি ১০-এর ঘটনায় জোর শোরগোল।
Advertisement