shono
Advertisement

‘চিন্তা করিস না, ৪২-এ বিয়াল্লিশ হবে’, মা যোগাদ্যা নাকি অভয় দিয়েছেন অনুব্রতকে!

সতীর ৫১ পীঠের একটি ক্ষীরগ্রামের যোগাদ্যা। The post ‘চিন্তা করিস না, ৪২-এ বিয়াল্লিশ হবে’, মা যোগাদ্যা নাকি অভয় দিয়েছেন অনুব্রতকে! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Jan 21, 2019Updated: 08:07 PM Jan 21, 2019

ধীমান রায়, কাটোয়া: সতীর ৫১ পীঠের অন্তর্গত ক্ষীরগ্রামের যোগাদ্যা। যোগাদ্যা দেবীকে নিয়ে প্রচলিত রয়েছে নানান জনশ্রুতি। জাগ্রতা দেবী হিসাবে যোগাদ্যাকে মানেন ভক্তরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকেই পুণ্যার্থীরা ক্ষীরগ্রামে যোগাদ্যা মন্দিরে যান পুণ্য অর্জনের উদ্দেশ্যে। তা বলে দেবীর সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য কোনও পুণ্যার্থীর হয়েছিল কিনা তা কারও জানা নেই। তবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি সোমবার দাবি করলেন, তাঁর সঙ্গে যোগাদ্যা মায়ের কথা হয়ে গিয়েছে। যোগাদ্যা মাতা তাকে জানিয়ে দিয়েছেন, ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২টিতেই জিতে যাবে। সাংবাদিকদের কাছে এমনই দাবি করেছেন অনুব্রত।

Advertisement

এদিন যোগাদ্যা মন্দিরের পাশে একটি অতিথিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসেন অনুব্রত। উদ্বোধন সেরে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছেন ” মা যোগাদ্যার সঙ্গে আমার কথা হয়েছে। মাকে যখন বললাম, মা অসুরদের আগমন হয়েছে আবার। মা তখন বলল কোনও চিন্তা নাই, ৪২-এ ৪২ হবে। আবার অসুর দমন হবে।” অনুব্রত বলেন, ‘আমি ক্ষীরগ্রামে যোগাদ্যা মায়ের কাছে বরাবরই আসি। মাকে আমার যথেষ্ট বিশ্বাস। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাদ্যা মা আছেন। যোগাদ্যা মায়ের মন্দিরের সামনে রাস্তার তৈরি করার জন্য যখন আমাকে স্থানীয় নেতৃত্বরা বলেছিল আমি সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি করে দিয়েছি। যোগাদ্যা মায়ের জন্য আরও অনেক কিছুই করা হবে।’

[রোদে-জলে নষ্ট হচ্ছে সবুজসাথী সাইকেল, ক্ষোভে ফুঁসছে বালুরঘাট]

জানা গিয়েছে, ক্ষীরগ্রামে যোগাদ্যা দেবীর মন্দিরের পাশে স্থানীয় এক চালকল মালিকের সহায়তায় প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি অতিথিনিবাস তৈরি করা হয়েছে। তারই উদ্বোধন করতে আসেন অনুব্রত। উদ্বোধনের আগে তিনি বলেন, ‘আজ আমি যোগাদ্যা মায়ের কাছে কিছু কথা বলে যাব।’ তবে কোন কথা তিনি বলবেন তা খোলসা করেননি প্রথমদিকে। অনুষ্ঠান শেষে মন্দিরের সামনে প্রণাম করে এসে গাড়িতে ওঠার পর তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন যোগাদ্যা মা-ই তাকে জানিয়ে দিয়েছেন, ২০১৯ নির্বাচনে তার দল ৪২-এ ৪২টি আসন পেতে চলেছে। অনুব্রত বলেন, ” বাজপেয়ীর মতো নেতা যেখানে ঘুরে আসতে পারেননি, সেখানে মোদি কোন ছাড়। মোদি মানুষের জন্য কিছু করেননি। তাই বিজেপি একটি আসনেও জিততে পারবে না।’

[‘ডিম্ভাত’ নিয়ে এত কথা! জানেন কেন ডিমের ঝোলকেই মেনুতে বেছে নিল তৃণমূল?]

ভিডিওয় দেখুন কী বললেন অনুব্রত:

 

ছবি: জয়ন্ত দাস

The post ‘চিন্তা করিস না, ৪২-এ বিয়াল্লিশ হবে’, মা যোগাদ্যা নাকি অভয় দিয়েছেন অনুব্রতকে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement