shono
Advertisement
Anubrata Mondal

দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত ফোন, থানা থেকে বেরিয়ে পার্টি অফিসে অনুব্রত

পুলিশ আধিকারিককে হুমকির ভাইরাল অডিও কাণ্ডে শান্তিনিকেতন থানায় হাজিরা দেন অনুব্রত মণ্ডল।
Published By: Sucheta SenguptaPosted: 05:50 PM Jun 05, 2025Updated: 06:19 PM Jun 05, 2025

দেব গোস্বামী, বোলপুর: পুলিশকে হুমকি দেওয়ার ভাইরাল অডিও কাণ্ডে দু'ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং দলের একজন কর্মী। সূত্রের খবর, অনুব্রতর ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। থানায় হাজিরা, পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে একটি মন্তব্যও করেননি অনুব্রত। শান্তিনিকেতন থানা থেকে বেরিয়ে 'কুল' কেষ্ট মণ্ডল সোজা বোলপুরের দলীয় কার্যালয়ে চলে যান। রোজের মতো সেখানে জনসংযোগের কাজ সারবেন তিনি। 

Advertisement

ভাইরাল অডিও কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বোলপুর পুলিশ। সেই মামলাতেই বৃহস্পতিবার দুপুরে অনুব্রত হাজিরা দেন শান্তিনিকেতন থানায়। এখানেই এসডিপিও-র কার্যালয়। এদিন তিনি একটি কালো এসইউভি গাড়ি চড়ে আসেন। সঙ্গে কোনও নিরাপত্তারক্ষীও ছিলেন না। আর তাতেই প্রশ্ন উঠেছে, কেন তিনি নিজের গাড়ি, কনভয় ছেড়ে অন্য কারও গাড়িতে থানায় গেলেন? কেনই বা নিরাপত্তারক্ষীদেরও সঙ্গে নিলেন না? এনিয়ে অবশ্য মুখে কুলুপ অনুব্রত, তাঁর ঘনিষ্ঠ ও পুলিশের।

উল্লেখ্য, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় হুমকির অভিযোগ উঠেছে অনুব্রতর বিরুদ্ধে। এই মামলায় লিটন হালদারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত হয়েছে। কারও অনুমতি ছাড়া ফোনকল রেকর্ডিং করা বেআইনি, এই যুক্তিতে লিটনের বিরুদ্ধেও তদন্ত চলছে। এবার অনুব্রত মণ্ডলের ফোনটিও বাজেয়াপ্ত করা হল। ফোন থেকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো তথ্য মিলবে বলে আশা পুলিশের। 

যদিও এসব নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। পুলিশি জিজ্ঞাসাবাদে অনুব্রতর শরীরী ভাষায় মনেই হয়নি, তাঁর এতটুকুও মানসিক চাপ তৈরি হয়েছে। বরং বেশ 'কুল' মেজাজেই দেখা গেল। থানা থেকে আইনজীবী ও দলীয় এক কর্মীর সঙ্গে বেরিয়ে কালো এসইউভি-তে উঠেই তিনি সোজা চলে যান বোলপুরের দলীয় কার্যালয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাইরাল অডিও কাণ্ডে ঘণ্টা দুয়েক জেরা অনুব্রত মণ্ডলকে।
  • তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত হয়েছে বলে খবর, তবে এনিয়ে মুখে কুলুপ সকলের।
Advertisement