shono
Advertisement
Arabul Islam

নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম, গাড়িতে ব্যাপক ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের

হাতাহাতিতে জড়িয়ে পড়েন আরাবুল ও শওকতের অনুগামীরা।
Published By: Tiyasha SarkarPosted: 12:01 PM Jan 01, 2025Updated: 12:48 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের গড় ভাঙড়েই আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ব্য়াপক ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে। অভিযোগ, এর নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন আরাবুল ও শওকতের অনুগামীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্য়াফ।

Advertisement

১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। এদিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালার ওয়াড়ি এলাকায় দলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যান আরাবুল ইসলাম। অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালানো হয়। ব্য়াপক ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে। অভিযোগ, এর নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। তাঁদের উপস্থিতিতেও চলে অশান্তি। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি আয়ত্তে আসে। তবে এখনও থমথমে এলাকা। এদিকে শওকত মোল্লার দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর অনুগামীদের কোনও যোগ নেই। অভিযোগ ভিত্তিহীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের গড় ভাঙড়েই আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
  • ব্য়াপক ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে।
  • অভিযোগ, এর নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়।
Advertisement