shono
Advertisement

‘চার ঘণ্টায় সামলে দেব’, উত্তপ্ত ভাটপাড়া নিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ অর্জুনের

এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রবিবার পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ৷ The post ‘চার ঘণ্টায় সামলে দেব’, উত্তপ্ত ভাটপাড়া নিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ অর্জুনের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:30 PM Jun 23, 2019Updated: 05:30 PM Jun 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘প্রশাসন না পাড়লে আমাকে দায়িত্ব দিক৷’’ ভাটপাড়া কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এমনই হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে এলাকার দোর্দণ্ডপ্রতাপ এই বিজেপি নেতার পালটা, ‘‘আমাকে চার ঘণ্টা সময় দিক, আমি পরিস্থিতি সামলে দেব৷’’

Advertisement

[ আরও পড়ুন: রাজনীতি নয়, পারিবারিক বিবাদের জেরে মাকে খুন! স্বীকারোক্তি অভিযুক্তের ]

দুই স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এলাকার ১৭ বছরের বাসিন্দা রামবাবু সাউ, বছর চল্লিশের ধরমবীর সাউয়ের৷ এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি৷

এমনকী, রবিবারও থমথমে রয়েছে ভাটপাড়া চত্বর৷ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে এদিন সকালেই স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ সূত্রের খবর, বৈঠকে সকল পক্ষকে সবরকম ভাবে এলাকায় শান্তি ফেরানোর আবেদন জানানো হয়৷ এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে যাতে কোনওভাবে গুজব না ছড়ায়, সেই বিষয়েও নজর রাখতে বলা হয়৷

বারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে শনিবার থেকেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেন মনোজ ভার্মা৷ সাধারণ মানুষের মনোবল বাড়াতে উত্তেজনাপ্রবণ এলাকার বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন পুলিশ আধিকারিকরা৷ তিনি আশ্বাস দেন, সোমবার থেকে এলাকার স্কুল খুলে যাবে৷ এদিন কাঁকিনাড়া বাজার চত্বরে কয়েকটি দোকান খুলতে দেখা গিয়েছে৷ যা জনমানসে আতঙ্ক কাটার লক্ষ্মণ নেই বলেই মনে করা হচ্ছে৷ এমন পরিস্থিতিতে নতুন করে যাতে কোনও উত্তেজনা তৈরি না হয়, সেদিকেও নজর রাখছেন তাঁরা৷

[ আরও পড়ুন: চুঁচুড়ায় এলাকা দখল নিয়ে দুষ্কৃতীদের গুলির লড়াই, মৃত ১ ]

প্রসঙ্গত, শনিবারই ভাটপাড়ায় মৃত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেছে বিজেপির সংসদীয় দল৷ যে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া৷ এছাড়া প্রতিনিধি দলে ছিলেন বিজেপি সাংসদ সত্যপাল সিং ও বিডি রাম৷ দোষীদের চরম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা৷ পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছে গেরুয়া শিবির৷ এবং এই প্রতিনিধি দল এলাকা ছেড়ে বেড়িয়ে যেতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া৷ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেন স্থানীয়রা৷ যাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ায় এলাকায়৷

The post ‘চার ঘণ্টায় সামলে দেব’, উত্তপ্ত ভাটপাড়া নিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ অর্জুনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement