shono
Advertisement

প্রকাশ্যে লরির চালককে হেলমেট দিয়ে মার সিভিক ভলান্টিয়ারের, দেখুন ভিডিও

ট্রাফিক আইন ভেঙে পালানোর অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। The post প্রকাশ্যে লরির চালককে হেলমেট দিয়ে মার সিভিক ভলান্টিয়ারের, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 AM Mar 30, 2017Updated: 03:13 PM Dec 24, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরট্রাফিক আইন ভেঙে লরি নিয়ে পালাচ্ছিল চালক। পালানোর সময় ধাক্কা লাগে এক সিভিক ভলান্টিয়ারের বাইকের সঙ্গে। এরপরই ফোন মারফত বিপ্লব নামে ওই সিভিক ভলান্টিয়ার সহকর্মীদের বিষয়টি জানায়। সেইমতো মুচিপাড়ায় লরিটি আটকানো হয়। গাড়ি থেকে নামিয়ে আনা হয় চালককে। ততক্ষণে বিল্পব ঘটনাস্থলে চলে আসে। বাইক থেকে নেমেই নিজের হেলমেট খুলে ওই লরির চালককে মারতে শুরু করে। হেলমেট দিয়ে মারধরের পাশাপাশি সজোড়ে লাথিও মারে ওই সিভিক ভলান্টিয়ার। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। আইন ভেঙে পালানো অবশ্যই অপরাধ। তা যদি ওই লরির চালক করে থাকেন তার শাস্তি দেওয়ার জন্যও আইন আছে। কিন্তু একজন সিভিক ভলান্টিয়ার কীভাবে এমন অমানবিক হতে পারে তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদি এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সেই ভিডিওটি আপনাদের জন্যও রইল…

Advertisement

The post প্রকাশ্যে লরির চালককে হেলমেট দিয়ে মার সিভিক ভলান্টিয়ারের, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement