শেখর চন্দ্র, আসানসোল: আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশের পর তৎপর জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, দোলের দিনই কলকাতায় আনা হতে পারে অনুব্রত মণ্ডলকে। জোকা ইএসআই হাসপাতালে করা হবে তাঁর স্বাস্থ্যপরীক্ষা। ফিট সার্টিফিকেট পাওয়া গেলে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তুলে দেওয়া হবে ইডি’র হাতে।

সূত্রের খবর, দোলের দিন সকাল ৬টায় আসানসোল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন অনুব্রত মণ্ডল। বেলা ১১টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে হতে পারে তাঁর স্বাস্থ্যপরীক্ষা। ফিট সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত অনুব্রতর সমস্ত দায়িত্ব আসানসোল বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষের। তাঁর নিরাপত্তার দায়িত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষায় ফিট সার্টিফিকেট পাওয়া গেলে অনুব্রতকে তুলে দেওয়া হবে ইডি’র হাতে। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁকে। বিমানে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।
[আরও পড়ুন: অ্যাডিনো সংক্রমণে ভরসা জল আর প্যারাসিটামল, বার্তা ICMR-এর]
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে টানাপোড়েন কম হয়নি। হাই কোর্ট অনুব্রতকে দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনও তৎপরতা নেয়নি। তবে নিরাপত্তার দায়িত্ব কে নেবে, তা নিয়ে ইডি এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়। আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সোমবার নির্দেশ দেন, হাই কোর্টের নির্দেশই কার্যকরী হবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে এসকর্ট দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে যেতে হবে। সেন্ট্রাল হাসপাতালে অনুব্রতর শারীরিক পরীক্ষা হবে। ফিট সার্টিফিকেট পাওয়ার পরই কারা কর্তৃপক্ষ অনুব্রতর দায়িত্বভার ইডি’র কাছে হস্তান্তর করা যাবে। এই নির্দেশের পরই আসানসোল জেলে তৎপরতা শুরু হয়েছে।