বিক্রম রায়, কোচবিহার: দুই বিঘা জমি নিয়ে বিবাদ দুই ভাইয়ের মধ্যে। সেই ঘটনা নিয়ে তীব্র বিবাদ দেখা গেল কোচবিহারের শীতলকুচিতে। বাঁশ, লাঠি দিয়ে দু'পক্ষের মধ্যে মারামারি হয়। আর তার জেরে জখম হলেন কমপক্ষে ১০ জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই হামলার ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচির নেওয়াপাড়া গ্রামে। সম্পর্কে দুই ভাই মুসলেমা মিঞা ও রিয়াজুল মিঞার ওই এলাকাতেই বাড়ি। পারিবারিক সম্পত্তি আগেই ভাগ হয়ে গিয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু দুই বিঘা জমি নিয়ে বিবাদ চলছিল। রিয়াজুল মিঞার দাবি, জমিটি তাঁদের। এ বিষয়ে তাঁদের কোর্টের অর্ডার কপি রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জবরদখল করে রয়েছেন মোসলেম মিঞারা। যদিও সেই কথা মানতে চায়নি অপরপক্ষ।
আজ সকালে মোসলেম মিঞা ট্রাক্টর দিয়ে চাষ শুরু করতে যান। সেসময় রিয়াজুল মিঞার পরিবার কাজে বাধা দেয়। সে সময় জমি থেকে ট্রাক্টর সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কিছু সময়ের মধ্যেই মোসলেম মিঞারা গরু নিয়ে এসে চাষের কাজ শুরু করতে যান বলে অভিযোগ। ফের অপরপক্ষ সেখানে গিয়ে বাধা দেয়। এরপরই শুরু হয়ে যায় বিবাদ। মাঠের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। বাঁশ-লাঠি নিয়ে দু'পক্ষই হামলা চালায়। মাঠের মধ্যেই চলতে থাকে মারামারি। বাঁশ-লাঠির আঘাতে একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর যায় পুলিশে। শীতলকুচি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। একাধিক লাঠি, বাঁশ উদ্ধার করা হয়েছে। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাXরা ভর্তি। এদিনের ঘটনায় দু'পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।