ধীমান রায়, কাটোয়া: আর মাত্র মিনিট পাঁচেক সময় পেলেই কাজ হাসিল হয়ে যেত। এটিএম ভেঙে কয়েক লক্ষ টাকা নিয়ে অনায়াসে গা ঢাকা দিয়ে দেওয়া যেত। কিন্তু শেষ মুহূর্তে পৌঁছে যায় পুলিশ। জনা পাঁচেক দুষ্কৃতী পুলিশ আসতে দেখেই পালিয়ে যেতে সক্ষম হলেও এটিএমের ভিতর থেকে পালাতে পারেনি একজন। তাকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার ভোরে একেবারেই সিনেমার কায়দায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কাসেমনগরে এটিএম লুটের চেষ্টা বানচাল করে দিল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম উজ্জ্বল শেখ। বাড়ি মঙ্গলকোটের গতিষ্টা এলাকায়। গুসকরা কলেজের প্রথম বর্ষের ছাত্র উজ্জ্বল। তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় ওই কলেজ পড়ুয়া স্বীকার করেছে যে, এটিএম লুটের চেষ্টা করছিল সে।
[ আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা খেল পুরুলিয়ার টুরগা প্রকল্প, ফের অনুমতি নিতে হবে রাজ্যকে ]
কাসেমনগরে নতুনহাট গুসকরা সড়কপথের ধারেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে এলাকায় ওই রাষ্টায়ত্ত ব্যাংকের শাখা খোলা হয়। তার নিচেই এটিএম। আশপাশে বাড়ি ও দোকানপাট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তখন ভোর পৌনে তিনটে। এটিএম থেকে কিছুটা দূরে একটি বাড়িতে এক যুবক শৌচকর্ম সারতে গিয়েছিলেন। তার নজরে পড়ে এটিএমের সামনে আলো হঠাৎ নিভে গেল, অথচ আশপাশের আলো জ্বলছে। তাহলে এটিএমের আলো হঠাৎ নিভে গেল কেন? ওই যুবক খেয়াল করেন, এটিএমের সামনে দাঁড়িয়ে জনা পাঁচেক ছায়ামূর্তি। ভিতরেও একজন কী যেন করছে। ওই যুবক সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে মোবাইলটি নিয়ে ফোন করেন মঙ্গলকোট থানার ওসি প্রসেনজিৎ দত্তকে।
[ আরও পড়ুন: কাটমানি ফেরতের দাবি, সোনারপুরে ২ কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার ]
যুবকটি ওসিকে বলেন, “স্যার কাসেমনগর থেকে বলছি। মনে হচ্ছে কারা যেন এটিএম লুট করছে। তাড়াতাড়ি আসুন।” এই ফোন পেয়েই অবশ্য ওসি তাকে পালটা বলেন, “তুমি ফোনের লাইন কেটো না। ওরা কি করছে আমাকে বলতে থাকো।” মঙ্গলকোট থানা থেকে কাসেমনগরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ফোন পেয়েই বাহিনী নিয়ে সঙ্গে নিয়ে রওনা দেন ওসি। কাসেমনগর পৌঁছাতে পুলিশের সময় লাগে মাত্র মিনিট সাতেক। এদিকে পুলিশের গাড়ির শব্দ পেয়ে এটিএমের বাইরে থাকা দুষ্কৃতীরা চম্পট দেয়। কিন্তু তখনও টাকা বের করার আশায় মেশিনের যন্ত্রাংশ টানাটানি করে যাচ্ছে উজ্জ্বল শেখ নামে এরক যুবক। তাকে গিয়ে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ঘটনার পর এটিএমটি সিল করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ছবি: জয়ন্ত দাস।
The post এটিএম লুটের চেষ্টা বানচাল, সিনেমার কায়দায় গ্রেপ্তার কলেজ ছাত্র appeared first on Sangbad Pratidin.
