shono
Advertisement

এখনও থমথমে আউশগ্রাম, আদালতে ধৃত সিপিএম নেতা

ধীরে হলেও পঠনপাঠনের পরিবেশ ফিরছে আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে৷ The post এখনও থমথমে আউশগ্রাম, আদালতে ধৃত সিপিএম নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:17 PM Jan 30, 2017Updated: 07:47 AM Jan 30, 2017

ধীমান রায়, আউশগ্রাম: সোমবার সকালে থেকেই থমথমে অউশগ্রাম৷ যে স্কুলের জমি দখল করে সিভিক পুলিশ কর্মী দোকান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল সেই আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে ৭৫০ পড়ুয়ার মধ্যে মাত্র ৪০ জন ছাত্র ও ৩২জন শিক্ষক-শিক্ষাকর্মীর মধ্যে মাত্র ছ’জন হাজির হয়েছিলেন৷ স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে দুপুর সাড়ে এগারোটা নাগাদ ওই স্কুলে হাজির হন আউশগ্রাম এক নম্বরের বিডিও চিত্তজিত্‍ বসু ও বিধায়ক অভেদানন্দ থান্ডার৷ তাঁরা স্কুলে ঢুকে শিক্ষকদের পড়াশোনা শুরু করতে অনুরোধ জানান৷ উভয়েই নির্ভয়ে ক্লাস শুরু করতে শিক্ষকদের অনুরোধ জানান৷ বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে৷ বেশ কয়েকজনের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে৷ খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা হবে৷”

Advertisement

(আউশগ্রাম থানায় ব্যাপক ভাঙচুর, জ্বলল আগুন)

এই অবস্থার মধ্যে গোটা আউশগ্রামকে গ্রাস করেছে আতঙ্ক৷ পুরুষদের প্রায় দেখা মিলছে না৷ শুধুই ভেসে আসছে ভারী বুটের শব্দ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে র‍্যাফ, কমব্যাট ফোর্স, পুলিশ ও পুলিশের বাইক বাহিনী৷ এরই মধ্যে রবিবার রাতে সিপিএমের গুসকরা জোনাল কমিটির সম্পাদক সুরেন হেমব্রমকে তাঁর চণ্ডীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ৷ আজ তাঁকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করবে পুলিশ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শনিবার রাতেই গুসকরার তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল গড়াইকে তাঁর গুসকরার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ আদালত তাকে দু’দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ কিন্তু অনুগামীদের বিক্ষোভের আশঙ্কায় তাঁকে আউশগ্রাম, ভাতার বা মঙ্গলকোট থানায় রাখা হয়নি৷ এমনকী, কোন থানায় রাখা হয়েছে সে নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ৷

এই পরিস্থিতির মধ্যেই আউশগ্রামের রাজনীতির ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে কংগ্রেস৷ তারা আউশগ্রামে পথসভা করার উদ্যোগ নিয়েছে৷ হাজির থাকবেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ কিন্তু পুলিশ সভার অনুমতি দেয়নি৷ তাই গাড়িতে ঘুরে শান্তি বজায় রাখার আবেদন জানাবে কংগ্রেস৷ এমনটাই জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব৷ সেখান থেকে অধীরবাবুর আউশগ্রামে যাওয়ার কথা রয়েছে৷ ঘটনার পিছনে তৃণমূলের দুই নেতা অনুব্রত মণ্ডল ও চঞ্চল গড়াইয়ের বিবাদের দিকে আঙুল তুলছেন এলাকার রাজনীতিকরা৷ উল্লেখ্য, রবিবারই অনুব্রতবাবু প্রকাশ্যে জানিয়েছিলেন, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আউশগ্রামকে উত্তপ্ত করছে চঞ্চল গড়াই৷ এরই পাল্টা চঞ্চলবাবু বলেছিলেন, অউশগ্রামে তৃণমূলকে পথ দেখানোর দাম দিচ্ছে দল৷

(ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স)

The post এখনও থমথমে আউশগ্রাম, আদালতে ধৃত সিপিএম নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement