shono
Advertisement

মালদহে পুজোপাগলদের মাতিয়ে রেখেছে অসুররূপী ‘কাটাপ্পা’

বাজেটে কোপ, তবু পুজো হিট। The post মালদহে পুজোপাগলদের মাতিয়ে রেখেছে অসুররূপী ‘কাটাপ্পা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM Sep 25, 2017Updated: 06:23 PM Sep 27, 2019

বাবুল হক, মালদহ: বছরের সব থেকে সাড়া জাগানো ছবি। ব্যবসায়িক ক্ষেত্রেও সফল। সেই ‘বাহুবলী’ই এ বছরের পুজোয় অন্যতম বড় থিম। কলকাতার শ্রীভূমি হোক বা উত্তরবঙ্গের মালদহ। ‘বাহুবলী’-তে মজেছে গোটা বাংলা। ‘বাহুবলী’ খ্যাত কাটাপ্পাকে নিয়েই যেন ধুম পড়েছে মালদহ শহর জুড়ে। না, পুজোর থিম ‘বাহুবলী’ নয়। স্রেফ কাটাপ্পাকেই দেখা যাবে পুজো মণ্ডপে। মাহিশমতি সাম্রাজ্যের রাজ সেনাপতি হিসাবে কিন্তু নয়। কাটাপ্পা এখানে দেবী দুর্গার অসুর। তাকেও বধ করে শান্তি ফেরাবেন দেবী। আর এই কাটাপ্পাই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

Advertisement

[আশ্বিনেই বাঙালির তেরো পার্বণের স্বাদ মালদহের মণ্ডপে]

যার প্রমাণ মিলল পঞ্চমীর সন্ধ্যায়। পুজোর উদ্বোধন হতেই ভিড় উপচে পড়ে মালদহ শহরের রবীন্দ্রভবন এলাকার কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতির প্যান্ডেলে। ৩৯ তম বর্ষে থিমেও অভিনবত্ব আনা হয়েছে। পুজোর থিম ‘আমি সেই সত্য’। তুলে ধরা হয়েছে পৌরাণিক কাহিনি। অসুরদের সঙ্গে দেবতাদের সংঘর্ষের ঘটনার রূপ দেওয়া হয়েছে প্রতিমায়। এই লড়াইয়ে শেষ পর্যন্ত দেবীই অসুর বধ করেছেন। কখনও গৌরী হয়ে, কখনও দুর্গা হয়ে অসুর নিধন করে শান্তি ফিরিয়েছেন দেবী। কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের পুজোর থিমের মূল বিষয়বস্তু এটাই। মণ্ডপের একদিকে অশুভ শক্তির দাপাদাপি, নির্দোষ-নিরীহদের উপর অসুরদের নিপীড়ন, হানাহানি ও সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে। মহাদেব ক্রুদ্ধ হয়ে কাঁধে তুলতে যাচ্ছেন জখম মহামায়াকে। অন্যদিকে দেবীর শাড়ির আঁচল জুড়ে শান্তির বার্তা। পরাজিত অসুরবাহিনী। সেই দলেই কাটাপ্পা। কিছু অসুর নিহত। শান্তি ফিরেছে পৃথিবী জুড়ে। উৎসবে মেতেছেন মানুষ।

[২০০০ গ্রামের সোনার গয়নায় সেজে উঠছেন মরিচকোটার উমা]

ভিতরে কাটাপ্পার জাদুর মতো বাইরেও চমক। গোটা মণ্ডপ যেন আস্ত একটা পৃথিবী। সামনেই দেবীর বিশাল ত্রিশূল। তাতে বিদ্ধ অসুর। ত্রিশূলের আঘাতে অসুরের শরীরে বিদ্যুতের ঝলকানি। আলোর দারুণ কেরামতি। মৃৎশিল্পী দিব্যেন্দু সাহার নিখুঁত শিল্পকর্ম। যা টেক্কা দিতে তৈরি জেলার অন্যান্য বিগ বাজেটের পুজোর আয়োজনকেও। বাতির মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হয়েছে স্তোত্র শ্লোকগুলিকে। আলোকসজ্জাও থিমের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। প্রতিমা ও মণ্ডপের বার্তাই হচ্ছে ‘আমি সেই সত্য’। পৃথিবীর মতো গোলাকার মণ্ডপ তৈরি করেছেন স্থানীয় শিল্পী বুবাই দাস। পুজো কমিটির সম্পাদক পরিমল সরকার বলেন, “এবার বাজেট মাত্র ৫ লক্ষ টাকা। বন্যার কারণে বাজেটে কাটছাঁট করতে হয়েছে।”  বাজেটে কোপ পড়লেও কাটাপ্পা নিধন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পুজোপ্রেমীরা। অভূতপূর্ব এমন দৃশ্য দেখে তারা মুগ্ধ।

The post মালদহে পুজোপাগলদের মাতিয়ে রেখেছে অসুররূপী ‘কাটাপ্পা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement