shono
Advertisement

সহকর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, থানার সামনে আত্মহত্যার চেষ্টা অধ্যাপিকার

চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। The post সহকর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, থানার সামনে আত্মহত্যার চেষ্টা অধ্যাপিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 AM Jun 03, 2018Updated: 09:36 AM Jun 03, 2018

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: বছর দুয়েকের চাকরিজীবন। কিন্তু সহকর্মীদের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না। সহকর্মীরা তাঁকে নানাভাবে হেনস্তা করেন বলে অভিযোগ। থানার সামনে আত্মহত্যার চেষ্টা করলেন বালুরঘাট কলেজের এক অধ্যাপিকা। শনিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের সদর শহরে। শেষপর্যন্ত ওই অধ্যাপিকাকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তিনি মানসিকভাবে সুস্থ নন।

Advertisement

[১০০ টাকার জন্য বিবাদে যুবককে পিটিয়ে খুন, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর চাকদহে]

ওই অধ্যাপিকার নাম জ্যোতি কুমারী শর্মা। বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়ায়। ২০১৬ সালে ডিসেম্বরে বালুরঘাট কলেজে অর্থনীতির অধ্যাপিকা হিসেবে যোগ দেন জ্যোতি। কলেজের আবাসনেই থাকেন। অভিযোগ, আবাসনে অন্য সহকর্মীদের সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকে তাঁর। এমনকী, কলেজেও সহকর্মীদের সঙ্গে নানা বিষয়ে প্রায় প্রতিদিন ঝামেলায় জড়িয়ে পড়েন অর্থনীতির ওই অধ্যাপিকা। পরিস্থিতি সামাল দিতে গত বছরের  মাঝামাঝি বালুরঘাট কলেজে জরুরি বৈঠকও হয়েছিল। সমস্যা মেটেনি। অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মার অভিযোগ, সেই বৈঠকেও তাঁকে রীতিমতো হেনস্তা করা হয়। বক্তব্য পেশ করার তো দেওয়াই হয়নি, উলটে একতরফাভাবে ওই মহিলা অধ্যাপিকাকেই দোষী সাব্যস্ত করে কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বৈঠকের দিন বিকেলেই বালুরঘাট পুরসভার সামনে প্রকাশ্য রাস্তায় হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বালুরঘাট কলেজের অর্থনীতির অধ্যাপিকা। কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখে ফেলায় সে যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। এক বছরের মাথায় ফের একই কাণ্ড ঘটালেন ওই মহিলা অধ্যাপিকা।

[পরকীয়া সন্দেহে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে অবশেষে গ্রেপ্তার স্বামী]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে প্রথমে বালুরঘাট থানার সামনের রাস্তায় বসে পড়েন জ্যোতি। কিছুক্ষণ পর থেকে রাস্তাতেই শুয়ে পড়েন। এরপরই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বালুরঘাট কলেজের মহিলা অধ্যাপিকা। রাস্তায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশও। জ্যোতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। জ্যোতি কুমারী শর্মার অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকে কলেজ ও আবাসনে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছেন সহকর্মীরা। বৈঠকে তাঁর কথা শোনেনি কলেজ কর্তৃপক্ষ। উলটে বারবারই অপমান করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই অধ্যাপিকা মানসিকভাবে সুস্থ নন।

[লটারির টিকিট হাতাতে অপহরণ করে খুন, বাদুড়িয়ায় চাঞ্চল্য]

The post সহকর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, থানার সামনে আত্মহত্যার চেষ্টা অধ্যাপিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement