shono
Advertisement
MS Dhoni

সলমনের জন্মদিনে 'দাবাং' মেজাজে ছবি ধোনির, তবু লাইমলাইটে সাক্ষীই! কীভাবে?

খোশমেজাজে দেখা গিয়েছে সাক্ষীকে।
Published By: Prasenjit DuttaPosted: 06:56 PM Dec 27, 2025Updated: 06:56 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট এবং বিনোদন, একই ফ্রেমে ধরা পড়ল বলিউডের 'সুলতান' সলমন খানের জন্মদিনে। শুক্রবার মধ্যরাতে পানভেল ফার্মহাউসের সিংহদুয়ারে তাঁর জন্মদিনের পার্টির অন্যতম চমক ছিল মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সপরিবারে উপস্থিত ছিলেন সলমনের জন্মদিনে। সেখানে একেবারে 'দাবাং মুডে' পাওয়া যায় তাঁকে। তবু  লাইমলাইট কেড়ে নিলেন তাঁর স্ত্রী সাক্ষী। কীভাবে?

Advertisement

লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকির মুখে বিগত দু’বছর ধরে আতঙ্কে কাটিয়েছে সলমনের পরিবার। তবে কাজ না থামিয়ে নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার। গতবছর মুম্বই ছেড়ে আম্বানিদের গুজরাতের ‘ভান্তরা’য় সপরিবারে জন্মদিন পালন করেছিলেন তিনি। এবার আর মায়ানগরী ছেড়ে বাইরে যাননি। শুক্রবার মধ্যরাতে খামারবাড়ির অনুষ্ঠান তাঁর জন্য টাটকা বাতাস নিয়ে এসেছে, তা বলাই বাহুল্য।

পরনে কালো টি শার্ট। ডেনিম জিন্স। জন্মদিনে বেশ ছিমছাম সাজপোশাকে দেখা যায় সলমনকে। আসলে মেজাজটাই তো ‘সুলতান’। জন্মদিন উপলক্ষে পেল্লাই সাইজের রেড ভেলভেট কেক এনেছিলেন ছবিশিকারীরা। সেই আবদার ফিরিয়ে দেননি। তাও আবার ‘দাবাং’ স্টাইলে কেকও কাটেন। ‘জুম্মে কি রাতের’ সেসব লেনবন্দি দৃশ্যই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। সেখানে দেখা যায়, ধোনিকে। তাঁর সঙ্গে স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকেও খোশমেজাজে দেখা গেল।

বলিউডের অনেক তারকাই সলমনের ৬০তম জন্মদিন সেলিব্রেট করতে এসে ছবিও তোলেন। ধোনি নীল জিন্সের সঙ্গে মাস্টার্ড জ্যাকেট এবং কালো টি-শার্ট পরেছিলেন। এই লুকে তাঁকে অনবদ্য দেখাচ্ছিল। 'ভাইজানে'র সঙ্গে একেবারে 'দাবাং' মেজাজে পোজ দিয়েছেন তিনি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই এমন ছবি দেখে বলছেন, 'এক ফ্রেমে দুই কিং'। তবে লাইমলাইট কেড়ে নিয়েছেন সাক্ষীও। তাঁর সঙ্গেও ছবি তুলেছেন ধোনি। সাদা পোশাকে ছিলেন মাহিপত্নী। সেই ছবিও ভাইরাল। নেটিজেনরা বলছেন, সাদামাটা পোশাকের কদরই আলাদা। আর এটাই সাক্ষীকে বাকিদের থেকে আলাদা করেছে। তবে ধোনির বলি কানেকশন যে বেশ মজবুত, তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, সলমনের জন্মদিনে ধোনির উপস্থিতি প্রথম নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট এবং বিনোদন, একই ফ্রেমে ধরা পড়ল বলিউডের 'সুলতান' সলমন খানের জন্মদিনে।
  • শুক্রবার মধ্যরাতে পানভেল ফার্মহাউসের সিংহদুয়ারে তাঁর জন্মদিনের পার্টির অন্যতম চমক ছিল মহেন্দ্র সিং ধোনি।
  • সেখানে আলো কেড়ে নিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী।
Advertisement