রাজা দাস, বালুরঘাট: বালুরঘাটবাসীর জন্য খুশির খবর! সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি বালুরঘাট থেকে গুয়াহাটি, অন্যদিকে বেঙ্গালুরু পর্যন্ত ট্রেন চালাতে প্রস্তুত রেল। রেল মন্ত্রক ও বোর্ডের তরফে এনিয়ে আলোচনা চলছে। নির্দেশ এলেই এই দুটি ট্রেন চালানো হবে। বুধবার বালুরঘাট রেল স্টেশনে চলা বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে এমন আশার কথা শোনালেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। পাশাপাশি, স্টেশনে চলা কাজ দ্রুত সমাপ্ত করার পাশাপাশি আরও নতুন পরিকঠামো তৈরি করা হবে বলেও জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের (কাটিহার ডিভিশন) কর্তা।
দীর্ঘ দিনের দাবি মেনে গত লোকসভা নির্বাচনের আগে দিল্লি হয়ে ভাটিন্ডা এবং সরাসরি শিয়ালদহগামী ট্রেন পেয়েছেন বালুরঘাটের বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের শেষ প্রান্তের সদর শহর বালুরঘাট স্টেশন থেকে এই মুহূর্তে ৩টি কলকাতা, ১টি শিলিগুড়ি, ১টি নবদ্বীপ, ১টি মালদহ এবং দিল্লি হয়ে ভাটিন্ডাগামী ট্রেন মিলিয়ে মোট ৭টি ট্রেন চলে। এই স্টেশনে একাধিক নয়া লাইন, গার্ড রুম, অমৃতভারত-সহ একাধিক প্রকল্পের কাজ চলছে। এদিন এইসব কাজের অগ্রগতি দেখতে বালুরঘাট স্টেশনে আসেন ডিআরএম-সহ রেলের একাধিক কর্তা। এছাড়া গঙ্গারামপুর-সহ অন্যান্য স্টেশনে চলা কাজগুলি খতিয়ে দেখেন তাঁরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "বালুরঘাট থেকে গুয়াহাটি এবং বেঙ্গালুরু ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পেলেই আমরা ট্রেন চালাতে প্রস্তুত। আশা করি এলাকার যাত্রীদের দাবি দ্রুত পূরণ হবে।" এদিন বালুরঘাট-হিলি রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি জানান, "কিছুটা জমি অধিগ্রহণ হয়ে টেন্ডার হয়েছে। বাকি জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই টেন্ডার প্রকাশ করা হবে। পাশাপাশি, বালুরঘাট স্টেশনকে 'অমৃত ভারত স্টেশন' হিসাবে রূপান্তরিত করার কাজের অগ্রগতি সম্পর্কে ডিআরএম জানান, যে কাজ হাতে নেওয়া হয়েছে তা আগামী ৪-৫ মাসের মধ্যেই শেষ হবে বলেই তাঁদের আশা।