জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ স্কুলের অস্থায়ী শিক্ষাকর্মীর বিরুদ্ধে। জানাজানি হতেই অভিযুক্তকে বেধড়ক মারধরের পাশাপাশি স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon) বাগদায়। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদার বাসিন্দা নিগৃহীতা ছাত্রী। চতুর্থ শ্রেণির পড়ুয়া সে। অভিযোগ, স্কুল ছুটির পর ওই নাবালিকার শ্লীলতাহানি করেন এক অস্থায়ী শিক্ষাকর্মী। অভিযুক্তের নাম ট্যুরে সাধু। নাবালিকা বাড়িতে বিষয়টা জানাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বুধবার সকালে নির্যাতিতার বাবা-মা, অন্যান্য পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয়রা চড়াও হন স্কুলে। বেধড়ক মারধর করা হয় অভিযুক্তকে। ভাঙচুর চলে স্কুলেও। বনগাঁ (Bangaon)-বাগদা সড়কে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও চলে বিক্ষোভ-স্কুল ভাঙচুর। অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। সেই মতো তদন্ত শুরু করা হচ্ছে। অভিযুক্ত দোষী প্রমাণ হলে শাস্তি হবে।
