সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ থেকে দেশে ফিরে বীরভূমের সোনালি বিবির (Sonali Bibi) ঠাঁই হয়েছিল হাসপাতালে। চিকিৎসা শেষে পাঁচদিন পর বুধবার বাড়ি ফিরলেন তিনি। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন বন্দিদশা-দোলাচলের পর বধূ বাড়ি ফেরায় স্বস্তিতে পরিজনরা। তবে মন ভালো নেই সোনালির। কবে স্বামী-সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে ফিরবেন সেই অপেক্ষায় তিনি।
ঘটনার সূত্রপাত কয়েকবছর আগে। পেটের টানে বীরভূমের পাইকর থেকে দিল্লিতে কাজে গিয়েছিলেন দানিশ শেখ। সঙ্গে ছিলেন স্ত্রী সোনালি বিবি ও তাঁদের সন্তান। বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে গত জুন মাসে অন্তঃসত্ত্বা সোনালি, তাঁর স্বামী, সন্তান-সহ ছয়জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। প্রথমে দিল্লি পুলিশ তাঁদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সেখানের জেলে বন্দি ছিলেন তাঁরা। যা নিয়ে হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে মামলা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পান তাঁরা। গত শুক্রবার রাতে মালদহের মেহেদিপুর সীমান্ত হয়ে দেশে প্রবেশ করেন সোনালি ও তাঁর ছেলে। কিন্তু স্বামী-সহ ৪ জন এখনও বাংলাদেশে।
দেশে ফেরার পরই হাসপাতালে ভর্তি করা হয় সোনালিকে। তাঁর চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল টিম। পাঁচদিন চিকিৎসার পর বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনালি। ফিরলেন বাড়িতে। কিন্তু এত মাস পর নিজের ঘরে ফিরেও স্বস্তি পাচ্ছেন না সোনালি। মন ভালো নেই তাঁর। কারণ, এখনও বাংলাদেশে আটকে রয়েছেন তাঁর স্বামী-সহ পরিবারের চার জন। সোনালি চাইছেন, যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরুন স্বামী।
