shono
Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, চাঞ্চল্য বনগাঁয়

সোশ্যাল মিডিয়ায় আলাপ, প্রেম।
Posted: 09:39 PM Oct 05, 2018Updated: 09:45 AM Oct 06, 2018

সোমনাথ পাল, বনগাঁ: সোশ্যাল মিডিয়া আলাপ। এক বছর ধরে প্রেম করেছেন দু’জনে। সম্পর্কে গভীরতা ছুঁয়েছিল শরীরকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে এক যুবক সহবাস করেছেন বলে অভিযোগ। ওই কিশোরীর দাবি, আট মাসের গর্ভবতী সে। কিন্তু, বিয়ে করতে রাজি হচ্ছে না ওই যুবক। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[ রেললাইন থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের]

নদিয়ার হাঁসখালির বাসিন্দা সুমন বিশ্বাস। বছর খানেক আগে সোশ্যাল মিডিয়া নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। পরিবারের অভিযোগ, নিজেকে সফটও্য়ার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছিল সুমন। অল্প সময়েই ওই নাবালিকার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় ওই যুবকের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় সুমন। প্রথম অবশ্য বাড়িতে কিছই জানায়নি নবম শ্রেণির ছাত্রীটি। কিন্তু, যখন সে গর্ভবতী হয়ে পড়েন, তখন সবকিছু জানাজানি হয়ে যায়। নির্যাতিতার দাবি, বিয়েতে সুমনকে রাজি করানোর বহু চেষ্টা করেছিল সে। কিন্তু, লাভ হয়নি। শেষপর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সুমন বিশ্বাসের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[ জিও-র টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণা, শ্রীঘরে চার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement