Advertisement
আহমেদাবাদকে চ্যালেঞ্জ অমরাবতী-মুম্বইয়ের, কেমন হবে দেশের বৃহত্তম স্টেডিয়াম?
নতুন পাঁচ স্টেডিয়াম তৈরির ছাড়পত্রও পাওয়া গিয়েছে।
আহমেদাবাদকে চ্যালেঞ্জ জানাতে তৈরি অমরাবতী এবং মুম্বই। এবার এক লক্ষ দর্শকাসনের স্টেডিয়াম গড়ে তুলতে চায় সেখানকার ক্রিকেট সংস্থা। এর বাস্তবায়ন হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদির চেয়েও বড় স্টেডিয়াম গড়ে উঠবে ভারতে। জানা গিয়েছে, আরও নতুন পাঁচ স্টেডিয়াম তৈরির ছাড়পত্রও পাওয়া গিয়েছে।
অমরাবতী স্টেডিয়াম: অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকার দেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সেই স্টেডিয়ামের দর্শকাসন থাকবে ১,৩২,০০০। সেখানকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি কেসিনেনি শিবনাথ জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারের কাছে ৬০ একর জায়গা চেয়েছেন তাঁরা। বিশ্বমানের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্পোর্টস সিটিতে গড়ে উঠবে। তবে শুধুমাত্র স্টেডিয়াম নয়, অমরাবতীকে একটি বৈশ্বিক ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। যা নির্মাণের জন্য প্রায় ৮০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। স্টেডিয়াম তৈরিতে সাহায্য করবে বিসিসিআই-ও।
মুম্বইয়ে নতুন স্টেডিয়াম: আহমেদাবাদকে চ্যালেঞ্জ জানাতে তৈরি মুম্বইও। এবার এক লক্ষ দর্শকাসনের স্টেডিয়াম গড়ে তুলতে চায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মহারাষ্ট্র সরকারের অনুমতির অপেক্ষা করছিল তারা। সেই অনুমতিও মিলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছেন, স্টেডিয়াম তৈরিতে জমি দিতে রাজি সরকার। এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীরা। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিলের পর আরও একটি ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে মুম্বই। জানা গিয়েছে, ওয়াংখেড়ে থেকে ৬৮ কিমি দূরে গড়ে উঠবে এই স্টেডিয়াম। সেখানে ১ লক্ষ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। অর্থাৎ বিশ্বের অন্যতম বৃহত্তম হিসাবে এই স্টেডিয়াম গড়ে উঠতে চলেছে।
কর্নাটকে নতুন স্টেডিয়াম: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনার পর আদৌ কি চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজিত হবে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। এরই মধ্যে জানা গিয়েছে, বেঙ্গালুরুর মূল শহর থেকে ৪০ কিমি দূরে সূর্যনগরে নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যা গড়ে উঠবে ৭৫ একর জায়গার উপর। এর জন্য খরচ হতে পারে ২৩৫০ কোটি টাকা। নতুন স্টেডিয়ামে ৮০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। পিডব্লিউডি-লিজ নেওয়া ১৭ একর জমির উপর শহরের কেন্দ্রস্থলে নির্মিত চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৩ হাজার। নতুন স্টেডিয়াম হলে আরও বেশি সংখক মানুষ মাঠে বসে খেলা দেখতে পারবেন।
কোচিতে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম: কোচি বিমানবন্দর সংলগ্ন চেঙ্গামানদ এলাকায় একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৩০ একর জায়গার উপর গড়ে উঠবে এই স্টেডিয়াম। যা গড়ে উঠতে খরচ হবে ৪৫০ কোটি টাকা। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হবে ৪০ হাজার। রাজ্য সরকারও স্টেডিয়াম নির্মাণে সহায়তা করবে। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি এখানে স্পোর্টস অ্যাকাডেমি, ইকো পার্ক, ওয়াটার স্পোর্টস জোন, স্পোর্টস মেডিসিন সেন্টার এবং ই-স্পোর্টস এরিনা থাকবে।
গোরক্ষপুরে আন্তর্জাতিক স্টেডিয়াম: এখানে নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে। যা উত্তরপ্রদেশের চতুর্থ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। গোরক্ষপুর-বারাণসী হাইওয়ের (NH-24) কাছে, তাল নাদৌরে ৫০ একর জমির উপর নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দেড় বছরের মধ্যে গড়ে উঠবে এই স্টেডিয়াম। প্রথমে জানা গিয়েছিল, স্টেডিয়ামটি তৈরিতে খরচ হবে প্রায় ২৩৬.৪০ কোটি টাকা। তবে জমির নিচু এলাকার কারণে বেড়ে এখন প্রায় ৩৯২ কোটি টাকা হয়েছে। ৩০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন এই মাঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের সেপ্টেম্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
ইডেন গার্ডেন্স: দর্শক আসন বাড়ছে ইডেনে। আরও আধুনিক হচ্ছে ড্রেসিংরুম। সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বেশ কয়েকটা বিশেষ বক্স। পুরোটাই হচ্ছে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনামাফিক। সামনের বছর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর আইপিএল। ঠিক তারপরই শুরু হয়ে ইডেন সংস্কারের কাজ। একেবারে নতুনভাবে তৈরি হবে স্টেডিয়াম। বর্তমানে ইডেনে দর্শকাসন ৬৬ হাজার। ঠিক হয়েছে সেই সংখ্যাটা আরও অনেক বাড়ানো হবে। যা পরিকল্পনা, তাতে নতুন ইডেনে দর্শক আসন হতে চলেছে ৮৫ হাজার। একটা গ্যালারি পুরো ভেঙে সংস্কার করা হবে। আগামী আইপিএলের পর তার কাজ শুরু হবে।
Published By: Prasenjit DuttaPosted: 08:38 PM Dec 31, 2025Updated: 08:39 PM Dec 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
