জ্যোতি চক্রবতী, বসিরহাট: বন্দুক ঠেকিয়ে একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদকের বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা লুট করে। তারপর বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এক কুখ্যাত দুষ্কৃতী। তবে শেষ রক্ষা হয়নি। বসিরহাট জেলা পুলিশ শনিবার ঘোজাডাঙা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করেছে৷ ধৃতের নাম ইলিয়াস শিকারি। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বামনডাঙা গ্রামে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের বিভিন্ন থানা এলাকায় খুন, তোলাবাজি, ছিনতাই ও ডাকাতি-সহ নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশ পুলিশ ইলিয়াস এর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। তারপরই গত বছর ইলিয়াস চোরাপথে দালাল ধরে এদেশে এসে আত্মগোপন করে। কিন্তু, এই রাজ্যে থাকলে তার ধরা পড়ার সম্ভাবনা বাড়ছিল। সেই কারণে সে কেরলে পালিয়ে যায়। ওখানে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মেলায়। তৈরি করে ডাকাতির দল।
[আরও পড়ুন: ফেসবুকে সম্পর্ক, কী পরিণতি হল প্রেমিকের হাত ধরে উধাও হওয়া নাবালিকার? ]
গত বছর ১৮ আগস্ট ইলিয়াস দলবল নিয়ে চড়াও হয় একটি মালায়লম দৈনিক পত্রিকার সম্পাদক বিবেক চন্দ্রমের বাড়িতে। অভিযোগ, বিবেকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা লুট করে ইলিয়াস। পরে এই ঘটনার তদন্তে নামে কেরল পুলিশ। তাদের অনুরোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ইলিয়াসের নামে লুকআউট নোটিস জারি করে ইন্টারপোল। দিন কয়েক আগে কেরল পুলিশ জানতে পারে, বসিরহাট সীমান্ত দিয়ে দেশে পালানোর ছক করছে ইলিয়াস। বিষয়টি তারা বসিরহাট জেলা পুলিশকেও জানায়৷
[আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ, ১০ বছর পর মুক্ত ছত্রধর মাহাতো ]
এরপর বসিরহাট জেলা পুলিশের একটি দল গোপনে সীমান্ত এলাকায় নজর রাখতে থাকে। শনিবার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল ইলিয়াস। তখনই তাকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ইলিয়াসকে ট্রানজিট রিমান্ডে কেরল নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে লুট করা কুড়ি লক্ষ টাকা অবশ্য এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। জেরা করে তা জানার চেষ্টা চলছে।
The post কেরলে ডাকাতি করে পালিয়ে আসার অভিযোগ, বসিরহাটে ধৃত বাংলাদেশি দুষ্কৃতী appeared first on Sangbad Pratidin.
