shono
Advertisement
BSF

জলপাইগুড়িতে সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশি পাচারকারীর অনুপ্রবেশ, গুলিতে খতম করল বিএসএফ

ঘটনায় এক জওয়ানও জখম হয়েছেন।
Published By: Suhrid DasPosted: 02:17 PM Mar 08, 2025Updated: 02:17 PM Mar 08, 2025

শান্তনু বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি: সীমান্তের কাঁটাতারের জাল কেটে ভারতে ঢুকছিলেন গরুপাচারকারীরা। বিএসএফ জওয়ানরা তাঁদের আটকালে হামলা চালানো হয় বলে অভিযোগ। আর তার জেরে গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা। ঘটনায় এক পাচারকারী মারা গিয়েছেন। হামলায় জখম হয়েছেন এক জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের খালপাড়া বালাসন বিওপি এলাকায়।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে বাংলাদেশ থেকে আট-দশজন পাচারকারী এদেশে ঢোকার চেষ্টা করছিলেন। গরু চুরির উদ্দেশ্য নিয়ে তাঁরা এদেশে ঢুকছিলেন বলে অনুমান। কাঁটাতারের জাল কেটে কয়েকজন এদেশে ঢুকেও পড়েছিলেন। সেসময় টহলদারি বিএসএফ জওয়ানদের সেই ঘটনা নজরে আসে। জওয়ানরা তাঁদের বাধা দিতে গেলে হামলা চালানো হয়। ঘটনায় এক জওয়ান জখম হন। এরপরেই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ।

গুলিতে মৃত্য হয় এক পাচারকারীর। মৃতের নাম মহম্মদ আলামিন। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার জিন্নত পাড়ার বাসিন্দা। আরও কয়েকজন পাচারকারী গুলিতে জখম হয়েছেন বলে অনুমান। তাঁদের খোঁজ চালানো হচ্ছে। যদিও তাঁরা সীমান্ত পেরিয়ে চলে যান বলে খবর। জখম বিএসএফ জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই পাচারকারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় আরও নজরদারি শুরু হয়েছে বলে খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তের কাঁটাতারের জাল কেটে ভারতে ঢুকছিলেন গরুপাচারকারীরা।
  • বিএসএফ জওয়ানরা তাঁদের আটকালে হামলা চালানো হয় বলে অভিযোগ। আর তার জেরে গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের খালপাড়া বালাসন বিওপি এলাকায়।
Advertisement