shono
Advertisement

হাতির হানায় ফের মৃত্যু বাঁকুড়ায়, বাঁশবাগান থেকে উদ্ধার বনকর্মীর দেহ

হাতির হানায় জেলাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। The post হাতির হানায় ফের মৃত্যু বাঁকুড়ায়, বাঁশবাগান থেকে উদ্ধার বনকর্মীর দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:18 PM Feb 16, 2020Updated: 12:18 PM Feb 16, 2020

টিটুন মল্লিক, বাঁকুড়া: জঙ্গলমহলে ফের হাতির হামলায় মৃত্যু। এবার হাতির হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। মৃত বনকর্মীর নাম ভাগ্যধর মান। বছর পঁয়তাল্লিশের এই বনকর্মীর মৃতদেহ রবিবার সকালে উদ্ধার হয় শীর্ষা গ্রামেরই একটি বাঁশবাগান থেকে। মৃত ওই বনকর্মীর পরিবার সূত্রে খবর, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে, গত শুক্রবার ফের বাঁকুড়ার উত্তর বনবিভাগে বেশ কয়েকটি হাতি ঢুকেছে পশ্চিম মেদিনীপুর থেকে।

Advertisement

এবার ওই ৩০টি হাতির দল দুটো ভাগে ভাগ হয়ে লালগড় হয়ে দাপিয়ে বেড়ায় দক্ষিণ বাঁকুড়ায়। এই দলমার হাতির আক্রমণে দক্ষিণ বাঁকুড়ায় মৃত্যু হয়েছিল দুজনের। এর পরই দক্ষিণ বাঁকুড়া থেকে দলটি পশ্চিম মেদিনীপুর হয়ে ফের বিষ্ণুপুর পাঞ্চেত বিভাগে প্রবেশ করে গত দু-তিনদিন আগে প্রথম দলে থাকা ১৫টি হাতির দল। বিষ্ণুপুরে পাঞ্চেত বনবিভাগে প্রবেশ করেই দ্বারকেশ্বর নদ পেরিয়ে ঢুকে পড়ে উত্তর বনবিভাগের জঙ্গলে।

[আরও পড়ুন: হাতির হানা অব্যাহত বাঁকুড়ায়, বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে মারল দলছুট দাঁতাল]

গত বৃহস্পতিবার রাতে পিছনে থাকা বাকি দলটি বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের মোল কারি, গোঁসাইপুর, ঘোঘোড়া জঙ্গল, দ্বারকেশ্বর নদ পেরিয়ে গত শুক্রবার রাতে উত্তর বনবিভাগের জঙ্গলে ঢুকে পড়ে। দুটি দলে ভাগ হয়ে হাতির দলটি এখন অবস্থান করছে উত্তর বনবিভাগের সোনামুখী ও বেলিয়াতোড় এলাকায়। হাতির হানায় জেলাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। অথচ টনক নড়েনি কারও। অন্তত এমনটাই অভিযোগ হাতি উপদ্রুত এ জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের।

The post হাতির হানায় ফের মৃত্যু বাঁকুড়ায়, বাঁশবাগান থেকে উদ্ধার বনকর্মীর দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement