shono
Advertisement

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মারধর, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

অভিযোগ অস্বীকার কাউন্সিলর অজবিথি বিশ্বাসের। The post কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মারধর, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:47 PM Aug 07, 2018Updated: 03:58 PM Aug 07, 2018

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল এক কাউন্সিলরের বিরুদ্ধে। এই অভিযোগ, উত্তর ২৪ পরগনার বারাকপুর পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের। এই ঘটনায় বারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই কাউন্সিলর অজবিথি বিশ্বাস ওরফে বিক্রম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ, বাড়ির নির্মাণ সংক্রান্ত কয়েকটি সমস্যার জন্য কয়েকদিন ধরেই ওই কাউন্সিলরের কাছে গিয়েছিলেন ওই গৃহবধূ। কিন্তু সমস্যা মেটেনি। গৃহবধূর আরও অভিযোগ, বাড়ির নির্মাণ সংক্রান্ত সমস্যা তো মেটেইনি। উলটে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন তিনি। গৃহবধূ ওই প্রস্তাব না মানায় হুমকিও দেন বলে অভিযোগ।

Advertisement

[চালকের অশালীন আচরণ, চলন্ত অটো থেকে ঝাঁপ ছাত্রীর]

সোমবার বিকেলে ছেলেকে বারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়িয়ে ফেরার সময় আচমকা ওই কাউন্সিলরের দলবল নিয়ে ওই গৃহবধূর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। গৃহবধূর অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই তাঁকে এমনভাবে প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে। যদিও কাউন্সিলরের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন, পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। উত্তমবাবু বলেছেন, “এর আগেও ওই মহিলা এমনভাবে ওই কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। সবটাই কুৎসা। সেইসময়ে তাঁর স্বামী প্রকাশ্যে বিবৃতি দেন। এদিনও ফের এমন চেষ্টা করা হল। চেয়ারম্যানের অভিযোগ, কাউন্সিলরকে ফাঁসানোর জন্যই বারবার এমন চেষ্টা করছেন ওই মহিলা।

[বৃদ্ধ বাবাকে গাছের সঙ্গে বেঁধে পেটাল ছেলে-বউমা]

The post কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মারধর, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার