শান্তনু কর, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটে ব্যালট নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস। বিধানসভা নির্বাচনের আগেই সরানো হল তাঁকে। পাঠানো হল জলপাইগুড়িতে। প্রশাসনের দাবি এটা রুটিন বদলি, যদিও তা মানতে রাজি নন রাজনৈতিক মহলের একাংশ।
পঞ্চায়েত ভোটের ব্যালট নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। ভোটপর্ব মেটার বেশ কিছুদিন পরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ব্যালট পেপার। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ ওঠে। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে ব্যালট পেপার উদ্ধারের ঘটনা নিয়ে হাই কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠা সেই মামলার নিষ্পত্তি হয়েছে ঠিকই। তবে বিতর্ক থামেনি।
[আরও পড়ুন: দ্বিতীয় বর্ষের ছাত্রকে ইউনিয়ন রুমে ডেকে মারধর! অশোকনগর কলেজে র্যাগিংয়ের ঘটনায় চাঞ্চল্য]
এসবের মাঝেই সরানো হল ধূপগুড়ির বিধায়ককে। শঙ্খদীপের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জয়ন্ত রায়কে। জয়ন্ত রায়ের জায়গায় বদলি হয়ে আসছেন শঙ্খদীপ দাস। ধূপগুড়ির বিডিও হিসেবে চার বছর এক মাস দায়িত্বে ছিলেন শঙ্খদীপ। জেলা প্রশাসনের দাবি এটা রুটিন বদলি। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সরকারি নির্দেশ মেনেই ধূপগুড়ির বিডিও কে বদলি করা হয়েছে।
